মালদহ: জাল দেশী মদের ঠেকে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মদ নষ্ট করল মালদহর মিলকি ফাঁড়ির পুলিশ। রবিবার মালদহ জেলার ইংরেজবাজার থানার মিলকি ফাঁড়ির ওসি নেতৃত্বে এলাকাজুড়ে চালানো হয় অভিযান। বিপুল পরিমাণ অবৈধ চলাই মদ উদ্ধার করে পুলিশ। সমস্ত মদ নষ্ট করা হয় পুলিশের অভিযানে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি৷ তবে কারা এই অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল তাদের খোঁজ চালাচ্ছে মিলকি ফাঁড়ির পুলিশ।
পুলিশ জানিয়েছে আগত মহরমকে শান্তিপূর্ণ সম্পন্ন করতে তৎপরতার সঙ্গে চলছে অভিযান। রবিবার মিলকি ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে বেশ কিছু এলাকায় অবৈধ দেশী মদের ঠেকের সন্ধান পায়৷ তৎপরতার সঙ্গে সেই ঠেকগুলিতে অভিযান চালিয়ে সমস্ত সরঞ্জাম নষ্ট করার পাশাপাশি বেশ কয়েক’শ লিটার জাল দেশী মদ বাজেয়াপ্ত করে৷
যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সবটাই লোক দেখানো নাটক৷ তাঁদের কথায়, সামনে মহরম৷ তাই হঠাৎই পুলিশ তৎপর হয়ে উঠেছে৷ না হলে সারা বছরই জাল দেশী মদের কারবার চলে৷ রাজনৈতিক মদতেই তলে এই কারবার৷ যার জেরে বহু মানুষের অকাল মৃত্যুও হয়৷ বহু পরিবার ধ্বংস্ব হয়ে যায়৷ তবু বছর পর বছর জাল দেশী মদের কারবার চলতেই থাকে৷ স্থানীয় বাসিন্দাদের কথায়, ‘‘পুলিশ হানা দেওয়ার খবর ঠেকের মালিকরা আগে থেকে জেনে যায় কি করে? তা না হলে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারল না কেন? এর থেকেই তো স্পষ্ট, সর্ষের মধ্যেই ভূত রয়েছে৷’’ যদিও এবিষয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷