রাজ্য জুড়ে অভিযান, বাজেয়াপ্ত প্রচুর শব্দবাজি, গ্রেফতার একাধিক

রাজ্য জুড়ে অভিযান, বাজেয়াপ্ত প্রচুর শব্দবাজি, গ্রেফতার একাধিক

83f6c22a3c7a784075db43e30b2181cd

 

কলকাতা ও বারাসত: আইন করেও বন্ধ করা যায়নি শব্দবাজির ব্যবহার৷ তাই এবারের কালীপুজোয় সব ধরণের বাজি নিষিদ্ধ করার ঘোষণা করল কলকাতা হাইকোর্ট৷ যদিও এরই মধ্যে কলকাতা থেকে জেলায় জেলায় চলছে পুলিশি অভিযান৷ যার জেরে উদ্ধার হয়েছে প্রচুর শব্দ বাজি এবং গ্রেফতার একাধিক৷

সূত্রের খবর: গোপন সূত্রে খবর পেয়ে আজ রাজারহাট থানার পুলিশ প্রায় দেড়শো কেজি নিষিদ্ধ শব্দ বাজি সিজ করল রাজারহাটের কাদা এলাকা থেকে। সেল, দোদোমা, চকলেট সহ বেশ কিছু নিষিদ্ধ শব্দ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে৷ অন্যদিকে বৃহস্পতিবারা রাতে দুটি জায়গায় অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে ইংরেজবাজার থানার পুলিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।অভিযান হয়েছে হাওড়া সিটি পুলিশের একাধিক জায়গাতেও৷

পুলিশ জানিয়েছে,  সাদুল্লাপুর এলাকা হয়ে মালদহ শহরে গাড়িতে করেই নিষিদ্ধ শব্দ বাজি নিয়ে আসা হচ্ছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালায় এবং সদুল্লাপুর এলাকা থেকেই সত্যজিৎ মণ্ডল এবং প্রসেনজিৎ মনণ্ডল নামে দুই পাচারকারীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে রথবাড়ি এলাকাতে বিজয় মণ্ডল নামে এক ব্যক্তিকে নিষিদ্ধ শব্দবাজি পাচার করার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। দুটি ঘটনা মিলিয়ে প্রায় এক লক্ষ টাকা মূল্যের শব্দবাজি উদ্ধার হয়েছে । এই বাজিগুলি কোথা থেকে কিভাবে মজুত করে পাচার করা হচ্ছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *