এগরা: জুয়ার ঠেকে হানা দিয়ে বড় সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পুলিশ। জুয়া খেলার সামগ্রী, নগদ টাকা সহ পাঁচ যুবককে গ্রেফতার করল পুলিশ। এগরা থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তরা হল কমল গারু, ঈশ্বর সাউ, শম্ভু ঘোড়াই, হরেকৃষ্ণ বারিক ও সন্তু মুয়ারী। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতেরা জানায় প্রত্যেকের বাড়ি এগরা থানা নেগুয়া এলাকায়। সোমবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ। বাকি অভিযুক্তদের ধরতে জোরদার তল্লাশি শুরু করেছে।
স্থানীয় সূত্রের খবর, সন্ধ্যা হলেই এলাকার দাপট চলে যায় জুয়াড়িদের হাতে৷ তারা এলাকায় জুয়ার ঠেক বসিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে৷ এর ফলে ছোট ছোট ছেলে মেয়েদের ওপরেও প্রভাব পড়ছে৷ প্রতিবাদ জানাতে গেলে খারাপ কটুক্তি করা হয়৷ রবিবার সন্ধ্যাতেও এগরা থানা নেগুয়া বাজার সংলগ্ন এলাকায় জুয়ার ঠেক বসিয়েছিল কয়েকজন যুবক। গোপন সূত্রে খবর পেয়ে এগরা থানার পুলিশ হানা দিয়ে জুয়া খেলার সামগ্রী ও কয়েক হাজার টাকা সহ পাঁচ যুবককে গ্রেফতার করে। পুলিশ আসার খবর পেয়ে বাকি অভিযুক্তরা এলাকা ছেড়ে চম্পট দেয়। হাতেনাতে ধরা পড়ে যায় পাঁচ যুবক। বাকি অভিযুক্তদের ধরতে জোরদার তল্লাশি শুরু করেছে এগরা থানার পুলিশ আধিকারিকরা। এগরা থানার এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে। জুয়া খেলার সামগ্রী সহ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে জোরদার তল্লাশি শুরু করা হয়েছে৷’’