ফের অর্জুন সিংয়ের বাড়িতে পুলিশি হানা, সার্চ ওয়ারেন্ট না থাকার অভিযোগ সাংসদের

ফের অর্জুন সিংয়ের বাড়িতে পুলিশি হানা, সার্চ ওয়ারেন্ট না থাকার অভিযোগ সাংসদের

ব্যারাকপুর:  ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে ফের তল্লাশি। উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একাধিক পুলিশকর্তা। যদিও বাড়িতে ঢুকতে গেলে পুলিশকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, এক অভিযুক্তকে আটক করার পরেই বেশ কিছু তথ্যা সামনে এসেছে। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ অর্জুন সিংয়ের বাড়িতে যায়। তবে নির্দিষ্ট কোনও সার্চ ওয়ারেন্ট পুলিশ দেখাতে পারেনি বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, পুলিশ ঢোকার সময় গেটের মুখে বাধা দেন অর্জুন পুত্র তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিং। তিনি সার্চ ওয়ারেন্ট দেখতে চান। কিন্তু পুলিশ তা দেখাতে পারেনি বলে অভিযোগ৷ তাঁর অভিযোগ, যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে যোগ দিয়েছেন ও সাংসদ হয়েছেন, পুলিশ নানাভাবে তাঁকে হেনস্তা করে চলেছেন৷

এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন, পুরো ঘটনাটি সাজানো। কাউকে ধরে নিয়ে আসছে আর বলছে সে করেছে। আমার বাড়িতে সার্চ করবে৷ এটা সম্পূর্ণ বেআইনি৷  আমি বলছি সার্চ ওয়ারেন্ট আনতে৷ কিন্তু ওটা তা ওরা আনতে পারবে না। এখানে জোর করে অস্ত্র রেখে দিয়ে আমাকে হেনস্তা করবে। এটাই ওদের লক্ষ্য৷ তবে অর্জুন সিং আরও বড় অভিযোগ এনেছেন৷ তিনি বলেছেন, যে পুলিশকর্মীদের বার বার বাড়িতে আনছেন, তাঁরা করোনা আক্রান্ত! অনেকের ৪৮ ঘণ্টা আগেই করোনা পরীক্ষা হয়েছে। কয়েকদিন আগেও সাংসদের বাড়িতে পুলিশ হানা দেয়। তখনও কোনও ওয়ারেন্ট না থাকার অভিযোগ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *