ব্যারাকপুর: ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে পুলিশ নিয়ে সরব হলেন কৈলাস বিজয়বর্গীয়। অর্জুম সিংকে মামলার জালে পশ্চিমবঙ্গ সরকার জড়িয়ে ফেলতে চাইছে বলে তিনি অভিযোগ করেছেন। অর্জুন সিংকে অন্যভাবে জব্দ না করলে এনকাউন্টারও করতে পারে পশ্চিমবঙ্গ সরকার বলে কৈলাশ বিজয়বর্গীয় আশঙ্কা প্রকাশ করেছেন। তবে এভাবে বার বার অর্জুন সিং ও তার পরিবারকে হেনস্তা করলে বিজেপি চুপ করে বসে থাকবে না।
ব্যারাকপুরের সাংসদের বাড়িতে পুলিশি হানার প্রতিবাদ জানিয়ে শুক্রবার টুইট করেন কৈলাশ। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি আজ ফের পুলিশ ঘেরাও করেছে।আমার আশঙ্কা পুলিশ সাংসদ এবং তাঁর বিধায়ক পুত্র পবন সিং কে এনকাউন্টার করে হত্যার ছক করছে।' এর পরেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'পুলিশ যদি সত্যিই এরকম কোন চেষ্টা করে তাহলে তার ফল ভয়ানক হবে।'
বাড়িতে পুলিশি হানা নিয়ে মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করেছেন অর্জুন সিংও। ঘটনার সময় দলের এক নেতার স্মরণসভায় যোগ দেওয়ার জন্য তিনি নদিয়াতে ছিলেন। সে কথা জানিয়ে অর্জুন বলেন, ' বিস্ময়কর ব্যাপার দিদি। আমি বাড়িতে না থাকাকালীনই শুনলাম সেখানে পুলিশ পৌঁছে গিয়েছে।পুলিশ যেকোনও উপায়ে আমার আমার ছেলে ভাটপাড়ার বিধায়ক বা অন্য পরিজনদের এনকাউন্টার করার সুযোগ খুঁজছে। ক্ষমতা হারানোর ভয়ে আপনি আর কতটা নিচে নামবেন দিদি?'
বিজেপির আইটি সেল এর প্রধান অমিত মালব্য ব্যারাকপুরের সাংসদের বাড়িতে পুলিশি হানার নিন্দা করে বলেন, পশ্চিমবঙ্গ এখন রাজনৈতিক হত্যার ময়দানে পরিণত হয়েছে।বিগত এক সপ্তাহের দলের এক বিধায়ক সহ বহু কার্যকর্তা শাসকদল তৃণমূল কংগ্রেসের হিংসার বলি হয়েছেন। সাংসদ অর্জুন সিং এর উপরেও বহুবার শাসকদল হামলা চালিয়েছে। এখন কৈলাস বিজয়বর্গীয় র মত নেতারাও অর্জুন সিং এবং তার বিধায়ক পুত্র পবন সিংহের হত্যার আশঙ্কা করছেন এটা খুবই আশঙ্কার বিষয়।