পুলিশ ভ্যানের ধাক্কায় আহত ৭ পথচারী

হাওড়া: উলুবেড়িয়া কোর্টে আসামী নিয়ে ঢোকার পথে প্রিজন ভ্যানের ধাক্কায় আহত হল ৭ পথচারী। আহতদের মধ্যে ৩ জন মহিলা। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানা এলাকার ওটি রোডের সিজবেড়িয়ায় উলুবেড়িয়া কলেজের সামনে। আহতদের উদ্ধার করেন স্থানীয়রা। তাঁদের তড়িঘড়ি উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। প্রিজন গাড়িটিকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে উলুবেড়িয়ার এস

পুলিশ ভ্যানের ধাক্কায় আহত ৭ পথচারী

হাওড়া: উলুবেড়িয়া কোর্টে আসামী নিয়ে ঢোকার পথে প্রিজন ভ্যানের ধাক্কায় আহত হল ৭ পথচারী। আহতদের মধ্যে ৩ জন মহিলা। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানা এলাকার ওটি রোডের সিজবেড়িয়ায় উলুবেড়িয়া কলেজের সামনে। আহতদের উদ্ধার করেন স্থানীয়রা। তাঁদের তড়িঘড়ি উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

প্রিজন গাড়িটিকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে উলুবেড়িয়ার এস ডি পি ও মহম্মদ সানা আখতারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে এদিন হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন সি পি আই (এম) নেতা সাবিরউদ্দিন মোল্লা ও সুগম ব্যানার্জি। তাঁরা আহতদের খোঁজখবর নেন। আহতদের চিকিৎসা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাঁরা জানিয়েছেন, আহতদের দীর্ঘক্ষন মাটিতে ফেলে রাখা হয়। একজন ডাক্তার একবার দেখে গেলেও তাঁদের চিকিৎসার ক্ষেত্রে গাফিলতি হয়। আহতরা নীচে শুয়ে কাতরেছে।

জানা গিয়েছে, এদিন দুপুর ১টা নাগাদ শ্যামপুর থানা থেকে ২জন আসামীকে নিয়ে উলুবেড়িয়া কোর্টে আসছিল একটি প্রিজন ভ্যান। এদিন উলুবেড়িয়া শহরে হাট বসে। ফলে এলাকা ছিল জনবহুল। উলুবেড়িয়া কলেজের কাছে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ফলের দোকানে ধাক্কা মারে। এরপর একটি আইসক্রিম ভ্যানকে ধাক্কা মেরে রাস্তার পাশে দাঁড়িয়ে বহু লোককে ধাক্কা মারতে মারতে গিয়ে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে। ঘটনাস্থলেই আহত হয় ৭জন। পুলিশ জানিয়েছে, এর পরই অসুস্থ হয়ে পড়ে প্রিজন ভ্যানের চালক। যদিও এলাকাবাসীদের অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিল প্রিজন ভ্যানের চালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =