মিছিল যাতে ক্যামাক স্ট্রিটে না ঢোকে… গ্রুপ-ডি মিছিলের প্রেক্ষিতে হাইকোর্ট আবেদন পুলিশের

মিছিল যাতে ক্যামাক স্ট্রিটে না ঢোকে… গ্রুপ-ডি মিছিলের প্রেক্ষিতে হাইকোর্ট আবেদন পুলিশের

Court

কলকাতা: আগামী ২৭ সেপ্টেম্বর গ্রুপ-ডি বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের মিছিলের বিরোধিতা করে নতুন দাবি করল পুলিশ। যদিও তাদের এই দাবি নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করে যে, তারা তাহলে আগে রাজি হয়েছিলেন কেন। আগে থেকে আপত্তি করার জায়গা থাকলেও কেন করা হয়নি। রাজ্য নিজস্ব যুক্তি দিয়েছে। 

গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের এই মিছিল যাতে ক্যামাক স্ট্রিটে না ঢোকে সেই আবেদন করা হয়েছে পুলিশের তরফে। রাজ্যের আইনজীবীর যুক্তি, ক্যাম্যাক স্ট্রিটের আশপাশে বেশ কিছু স্কুল আছে। শ্রী শিক্ষায়তন সহ অন্তত চারটি স্কুলে ওই রাস্তায় পড়ে। তাই মিছিল ওই রাস্তায় ঢুকলে পড়ুয়াদের সমস্যা হবে বলে দাবি করা হয়েছে। কিন্তু মামলাকারীর আইনজীবী কৌস্তভ বাগচীর বক্তব্য, ওই রাস্তায় একজন বিশেষ মানুষের অফিস আছে। তাই এখন পুলিশ ওই রাস্তায় মিছিল ঢুকতে দিতে চাইছে না। 

বিচারপতিও অবশ্য বলেন, চারটির কোনও স্কুলই এই রাস্তায় পড়ছে না। তাই স্কুলের সমস্যা হবে বলে লাভ নেই। এই প্রেক্ষিতে অবশ্য বিচারপতি নতুন করে রাজ্যকে হলফনামা দিয়ে নতুন রুট সম্পর্কে জানাতে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবারই এই রিপোর্ট দিতে হবে। প্রসঙ্গত, থিয়েটার রোড থেকে হাজরা পর্যন্ত এই মিছিল হওয়ার কথা। আগেই রাজ্যের তরফে বলা হয়েছিল যে, ব্যস্ত দিনে রাস্তায় যানজট সামলাতে মুশকিল হতে পারে এই মিছিলের জন্য। কিন্তু দু’পক্ষের সওয়াল-জবাব শুনে কলকাতা হাইকোর্ট মিছিলের অনুমতি দেয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *