বর্ধমান: টোটো ভাঙছেন নাকি উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করছেন, বোঝার উপায় নেই৷ হেড লাইটগুলোর ওপরেই যেন বেশী রাগ৷ তাই ভেঙেই শান্ত হচ্ছেননা৷ তার ছিঁড়ে একেবারে সমূলে উৎপাটন৷
রবিবার, দিনের আলোয় বর্ধমান শহরের রাস্তায় এভাবেই ট্রাফিক সামলাতে দেখা গেল ট্রাফিক গার্ডদের৷ জিটি রোডের উপরে এই ঘটনায় হতবাক পথ চলতি আমজনতাও৷ কিন্তু এত কড়াকড়ির কারণ?
কারণ, আদালতের নির্দেশ ছিল, জিটি রোডের উপর কোনও টোটো চালানো যাবে না৷ এই নিয়ে পুলিশের তরফে লাগাতার প্রচারও করা হয়৷ মাইকিংও করা হয়৷ তার পরেও সকাল থেকেই জিটি রোডের উপর টোটো চালকদের দেখা যায় বেশ স্বচ্ছন্দেই৷ আর এতেই যত বিপত্তি৷
আইন ভেঙে টোটো চলাচল, তাণ্ডব পুলিশের
আইন ভেঙে টোটো চলাচল, তাণ্ডব পুলিশের
Gepostet von Aaj Bikel আজ বিকেল am Sonntag, 17. November 2019
এদিন সকালে টোটো বিরোধী অভিযানে নেমে অন্তত ২০-২৫টি টোটায় ভাঙচুর চালায় পুলিশ৷ ৩০-৩৫টি টোটোকে জরিমানাও করা হয়৷ কিন্তু আদালতের নির্দেশ পালন করতে ট্রাফিক পুলিশের এহেন আচরণ নিয়ে প্রশ্ন উঠছে৷ এযেন তাণ্ডবেরই নামান্তর বলে মত সাধারণ মানুষের৷ স্যোশাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই পুলিশের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে৷