ফের পরিবর্তন যাত্রার রথে পুলিশি বাধা, ধুন্ধুমার কাণ্ড সাগরদীঘিতে

ফের পরিবর্তন যাত্রার রথে পুলিশি বাধা, ধুন্ধুমার কাণ্ড সাগরদীঘিতে

সাগরদীঘি:  ফের বিজেপি’র রথে বাধা৷ মুর্শিদাবাদের সাগরদীঘিতে মণিগ্রামে বিজেপির পরিবর্তন যাত্রার রথ আটকানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে৷ রথ আটকানোয় পায়ে হেঁটেই সাগরদীঘির দিকে এগোনোর চেষ্টা করেন বিজেপি নেতা কর্মীরা৷ পুলিশ বাধা দিলে শুরু হয় অবস্থান বিক্ষোভ৷ 

আরও পড়ুন-  অনুমতি ছাড়াই করা যাবে সিবিআই তল্লাশি! কয়লা কাণ্ডে চাপে রাজ্য

শুক্রবার সকালে রঘুনাথগঞ্জ থেকে রথ নিয়ে বেরয় বিজেপি নেতাকর্মীরা৷ কিন্তু অভিযোগ, সাগরদীঘি-রঘুনাথগঞ্জ রাজ্য সড়কের মণিগ্রামের কাছে তাঁদের রথে বাধা দেয় পুলিশ৷ এর পর পায়ে হেঁটেই সাগরদীঘির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা৷ এক কিলোমিটার যাওয়ার পর পুলিশ তাঁদের পথ আটকালে সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি নেতা কর্মীরা৷ অভিযোগ, পূর্ব নির্ধারিত সময় মেনেই তাঁরা রথ নিয়ে যাচ্ছিলেন৷ তাঁদের এভাবে আটকানো হলে সন্ধ্যে পর্যন্ত যে কর্মসূচি রয়েছে তা ব্যহত হবে৷ কিন্তু পুলিশ কোনও ভাবেই তাঁদের অনুমতি দিতে নারাজ৷ 

এদিন একাধিক কারণে দেখিয়ে তাঁদের যাত্রাপথ পরিবর্তনের কথা বলা হয়৷ কিন্তু নির্ধারিত পথে রথ নিয়ে যাওয়ার পাল্টা দাবি জানায় বিজেপি৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মণিগ্রাম৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷ আপাতত দু’পক্ষের মধ্যে আলোচনা চলছে বলে খবর৷ 

এদিন পুলিশ জানায় ৩৪৫ নম্বর জাতীয় সড়ক ধরে রথ নিয়ে যেতে হবে৷ ভিতরের রাস্তা দিয়ে সাগরদীঘি যাওয়া যাবে না৷ এর পরই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা শুরু হয়৷ কিন্তু কেন রথ যাত্রায় বাধা দেওয়া হল? পুলিশের দাবি, আজ বনধের জন্য বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ চলছে৷ গ্রামের ভিতর দিয়ে রথ নিয়ে গেলে আইন-শৃঙ্খলার অবনতি হবে৷ এছাড়াও সময় মেনে পরিবর্তন যাত্রা হয়নি বলেও তাদের অভিযোগ৷ বনধ চলায় তাঁদের অপেক্ষা করার আর্জিও জানানো হয়৷ 

আরও পড়ুন- সৌমিত্রর শুদ্ধিকরণ! তারাপীঠে যজ্ঞ করলেন সুজাতার, আলোড়ন রাজ্য রাজনীতিতে

এই ঘটনার পর বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘আমি ওই রথ যাত্রায় যোগ দিতে যাচ্ছি৷ একটু আগেই খবর পেলাম সাগরদীঘিতে অন্যায় ভাবে রথ আটকে রেখেছে পুলিশ৷ এ রাজ্যে স্বৈরাচারী শাসন চলানো হচ্ছে৷ রথ আটকানোর আর্জি জানিয়ে তৃণমূল যে আবেদন জানিয়েছিল হাইকোর্ট তা নাকোচ করে দিয়েছে৷ আদালত জানিয়েছে এই ভাবে গণতান্ত্রিক কাজ বন্ধ করা যায় না৷ সুষ্ঠভাবে পরিবর্ত যাত্রা সম্পন্ন করার দায়িত্ব পুলিশের৷ অথচ আজই নান্নের নির্দেশে রথ আটকাল পুলিশ৷’’    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =