জনতার হুঁশ ফেরাতে কড়া পুলিশ, বিধি ভেঙে গ্রেফতার পথচারী থেকে বাসযাত্রী

জনতার হুঁশ ফেরাতে কড়া পুলিশ, বিধি ভেঙে গ্রেফতার পথচারী থেকে বাসযাত্রী

34d3d978d0155d2c5e8eb86c3cabd890

কলকাতা: সোজা কথায় কাজ না হওয়ায় এবার আঙুল বাঁকাতে শুরু করল পুলিশ৷ শুক্রবার মাস্ক অভিযানে নামল পুলিশ। এদিন সকাল থেকে লেক টাউন এলাকায় মাস্ক অভিযানে নামে লেক টাউন থানার পুলিশ। মাস্ক ছাড়া পথচারীদের গ্রেফতার করে পুলিশ। লেক টাউন থেকে যশোর রোড গামী রাস্তায় বাস থামিয়ে অভিযান চালায় পুলিশ। বাসে মাস্ক ছাড়া যারা যাত্রা করছেন তাদের বাস থেকে নামিয়ে গ্রেফতার করে লেক টাউন থানার পুলিশ।

বাসে যাতে মাস্ক ছাড়া কেউ না উঠতে পারে সেই নির্দেশ দেওয়া হয় কন্ডাক্টরদের। অভিযান চালানো হয় লেক টাউন মার্কেটেও। মার্কেটে যারা মাস্ক ছাড়া বাজার করতে আসছেন তাদের কেউ গ্রেফতার করে পুলিশ। এর পাশাপশি মাস্ক ছাড়া বাইক চালকদেরকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর করোনার প্রকোপ বৃদ্ধির ফলেই এই কড়াকড়ি। সারা সপ্তাহ ব্যাপী এই কর্মসূচি পালন করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

শুধু লেক টাউন থানা নয় পুরো বিধাননগর পুলিশ কমিশনারেট অঞ্চলেও এই মাস্ক অভিযান করা হবে বলে পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত, যত দিন যাচ্ছে ঊর্ধ্বমুখী হচ্ছে করোনা গ্রাফ। তাতেও হঁশ নেই সাধারণ মানুষের। পুলিশের ধরপাকড়ের মাঝেও এদিন ক্রেতা থেকে বিক্রেতা অধিকাংশের মুখে নেই মাস্ক৷  এমনই চিত্র দেখা গিয়েছে নিউটাউনের ঘুনি খাজা বাজারে। আর সেই বাজারেই ক্রেতা থেকে বিক্রেতাদের সচেতন করতে হ্যান্ড মাইক ও মাস্ক হাতে নেমে পড়ল ইকোপার্ক থানার পুলিশ।

বাজারের মধ্যে যারা মাস্ক পরে ছিলেন না তাঁদের হাতে মাস্ক তুলে দেওয়া হল পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি তাদের সচেতনও করা হয় পুলিশের তরফে৷ এক আধিকারিক বলেন, ‘‘প্রথমে ভাল ভাবে বলা হল৷ মাস্কও দেওয়া হল৷ এরপরই যদি কেউ মাস্ক না পরে বাইরে বের হন, তাহলে আমরা গ্রেফতার করতে বাধ্য হব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *