কাঁথি: ডিজে বক্স বন্ধ করতে গিয়ে রক্তাক্ত জখম হলেন একাধিক পুলিশ কর্মী। ভাঙচুর করা হল পুলিশের গাড়িও। ঘটনার পরও রণক্ষেত্র চেহারা নেয় এলাকায়। ডিজে বক্সের মেশিন সহ তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় মারিশদা থানার কুমিরদা এলাকায়। বাকি অভিযুক্তদের ধরতে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।
মারিশদা থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তরা হল মঙ্গল ভূঁইয়া, রঘুনাথ সাঁতরা ও সতীনাথ দাস। প্রত্যেকের বাড়ি মারিশদা থানার কুমিরদা গ্রামে। সোমবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন নাকচ করে জেল হেফাজতে থাকার নির্দেশ দেন। গ্রেফতার তিন যুবকের মধ্যে একজন সেনা বিভাগে কর্মরত বলে জানা গিয়েছে৷
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার মারিশদা কুমিরদা কালীপুজোর বিসর্জন চলছিল। গভীর রাত পর্যন্ত ডিজে বাজাছিল বেশ কয়েকটি ক্লাব কর্তৃপক্ষ। রাতেই মারিশদা থানার পুলিশ ডিজে বক্স বন্ধ করার জন্য প্রতিবাদ জানায়। পুলিশের এই নির্দেশ অমান্য করেই চলছিল ডিজে বক্স। সেই শব্দদূষণ হাত থেকে এলাকার বাসিন্দাদের রক্ষা করতে জোর পূর্বক ডিজে বক্স বন্ধ করে দেয় মারিশদা থানার পুলিশ। এরপর রণক্ষেত্র চেহারা নেয়। পুলিশকে লক্ষ করে শুরু হয় ইট বৃষ্টি। এরপরে বেশ কয়েকজন পুলিশ কর্মীকে রক্তাক্ত জখম হন। ভাঙচুর করা হয় একাধিক পুলিশের গাড়িও। পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হতে থাকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নামে মারিশদা থানার ওসি রাজু কুণ্ডু নেতৃত্বের বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রক্তাক্ত জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এরপর ডিজে বক্সের মেশিন আটক করে থানায় নিয়ে আসে। পাশাপাশি তিন যুবককে গ্রেফতার করে পুলিশ।
মারিশদা থানার ওসি রাজু কুণ্ডু বলেন, “কালী পুজোর বিসর্জনে গভীর রাত পর্যন্ত ডিজে বক্স বাজিয়ে এলাকায় অস্থির পরিস্থিতি তৈরি করেছিল বেশ কয়েকজন যুবক। এলাকায় বাসিন্দাদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে দ্রুত অভিযান চালাই। এরপর প্রথমে ডিজে বক্স বন্ধ করার কথা বললে কোন মতেই রাজি হয়নি কয়েকজন যুবক। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে ও গাড়ি ভাঙচুর চালায়। এরফলে বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে জোরদার তল্লাশি শুরু করা হয়েছে৷”