নাইট কারফিউ চলাকালীন পুলিশের লাঠি পেটা, ভাইরাল ভিডিও

নাইট কারফিউ চলাকালীন পুলিশের লাঠি পেটা, ভাইরাল ভিডিও

 

কলকাতা: বাড়ছে করোনা৷ জারি হয়েছে নাইট কারফিউ৷ নিয়ম উড়িয়ে কারা অকারণে রাজপথে তা জানতে চলছে পুলিশের নাকা চেকিং৷ শনিবার রাতে তেমনই এক নাকা চেকিং চলাকালীন অশ্রাব্য গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে লাঠিতে করে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে৷ ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় অস্বস্তিতে পুলিশ কর্তারাও৷

শনিবার রাতে নাইট কারফিউ চলাকালীন লেকটাউনে চলছিল পুলিশের নাকা চেকিং। সেখানেই ঘটে ঘটনাটি৷ রাতে যারা বাইরে বেরিয়েছে তাদেরকে আটকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল যে তারা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, কি কারণে তারা নাইট কারফিউ চলাকালীন বাইরে বেরিয়েছে৷ যথাযথ কারণ পেলে তবেই তাদেরকে ছাড়া হচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান,  এক ব্যক্তি তার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে উল্টোডাঙার দিক থেকে বাইকে বাঙ্গুরের দিকে যাচ্ছিলেন৷ সেই সময় তাদেরকে আটকায় পুলিশ৷ এরপর পুলিশের দাবি, ওই ব্যক্তি পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করে ও পুলিশকে গালিগালাজ করে৷ এরপরেই তাঁর ওপর চড়াও হয় পুলিশ এবং একজন পুলিশকর্মীকে লাঠি দিয়ে মারতে দেখা যায়৷ ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

ভিডিওতে দেখা যায়, অন্য এক সহকর্মী লাঠি বাড়িয়ে দিলেন৷ তারপরই ওই পুলিশ কর্মীর মারধর শুরু৷ সেখানে ওই পুলিশ কর্মীকে বলতে শোনা যায়, মা তুলে গালাগালি কেন করলেন৷ পাল্টা হিসেবে ওই ব্যক্তি দাবি করেন, তিনি কোনও গালাগালি করেননি৷ এরপরই শুরু হয় পুলিশের মারধর৷ ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 14 =