কারা যেন পথ-কুকুরদের মারধর করে পা ভেঙে দিচ্ছে, তদন্তে পুলিশ

কারা যেন পথ-কুকুরদের মারধর করে পা ভেঙে দিচ্ছে, তদন্তে পুলিশ

হাওড়া: কারা যেন পথ-কুকরদের মারধর করে পা ভেঙে দিচ্ছে৷ ইতিমধ্যে এলাকার একাধিক কুকুর খোঁড়া হয়ে গিয়েছে৷ বাকি সারমেয় দলও আতঙ্কে রীতিমতো জড়সড় হয়ে রয়েছে৷ তারই প্রতিকার চেয়ে, পথ কুকুরদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ হলেন একটি পশুপ্রেমী পরিবার৷ হাওড়ার ব্যাঁটরার এই স্পর্শকাতর ঘটনার ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ৷

ব্যাঁটরা থানা সূত্রের খবর, রবিবার বাপ্পাদিত্য ওরফে বুম্বা মণ্ডল নামের এক ব্যক্তি থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয় পাড়ার বাসিন্দা কেউ বা কারা রাস্তার কয়েকটি কুকুরকে মারধর করেছে। কুকুরগুলো আহত অবস্থায় ঠিকমতো চলাফেরা পর্যন্ত করতে পারছে না। অভিযোগ পেয়েই ব্যাঁটরা থানার পুলিশ কদমতলার ওই এলাকায় যায়। কারা এই ঘটনায় যুক্ত তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে পুলিশ এলাকায় প্রহরার পাশাপাশি সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে৷

পথের কুকুরদের উপর এক শ্রেনির মানুষের অত্যাচার নতুন কিছু নয়। সামাজিক সচেতনতার পরেও কিছু অসৎ ব্যক্তি এই ধরনের নৃশংস অত্যাচার করেন। ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন পশু প্রেমীরা৷ বাপ্পাদিত্য ওরফে বুম্বা মণ্ডল বলেন, ‘‘সবাই ইশ্বরের সৃষ্টি৷ সমাজে প্রত্যেকটি জীবেরই কিছু না কিছু অবদান আছে৷ এভাবে তাঁদেরকে মারধর করা মেনে নিতে পারছিলান না৷ কার করছে, সেটাও বুঝতে পারছি না৷ তাই পুলিশের শরনাপন্ন হয়েছি৷’’

কালীপুজোর রাতেই খড়্গপুরের একটি অবলা জীবের পায়ে শব্দবাজি বেঁধে আনন্দে মেতে উঠেছিল কয়েকজন। সেই বাজি ফেটে কুকুরটির পা উড়ে গিয়েছে। যন্ত্রণায় ছটফট করেছে সারমেয়টি। যন্ত্রণায় কাতর হয়ে ভালো করে গলা ছেড়ে চিত্‍কারও পর্যন্ত করার শক্তি ছিল না সেই অবলা জীবের। কিন্তু তার মাঝেও কয়েকজন মানুষকে দেখা গিয়েছিল সেটা নিয়ে হাসি হুল্লোড় করতে৷ পুলিশ জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ দোষীদের খোঁজ পেতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 6 =