গুলি করে খুন পল্লবীকে! অভিনেত্রীর রহস্যমৃত্যুর তদন্তে স্টুডিওপাড়ায় পুলিশ

গুলি করে খুন পল্লবীকে! অভিনেত্রীর রহস্যমৃত্যুর তদন্তে স্টুডিওপাড়ায় পুলিশ

কলকাতা: গুলি করে খুন করা হয়েছে অভিনেত্রী পল্লবী দে’কে৷ স্টুডিও পাড়ায় পা রেখে এ হেন তথ্যে হতবাক পুলিশ৷ এ কী ভাবে সম্ভব? গত ১৫ মে গড়ফার গাঙ্গুলিপুকুরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত দেহ৷ সেই পল্লবী খুন হবেন কীভাবে? রহস্য ভেদে মঙ্গলবার ‘মন মানে না’ ধারাবাহিকের ফ্লোসেটে পৌঁছয় গড়ফা থানার পুলিশ৷ এই ধারাবাহিকেই মৃত্যুর আগের দিন পর্যন্ত অভিনয় করেছেন পল্লবী৷ শ্যুটিং ফ্লোরে গিয়েই ধন্দ কাটল পুলিশের৷

আরও পড়ুন- বুকের দুধে ভিজে উঠেছিল অন্তর্বাস, বিমানের বাথরুমেই উদ্দাম সঙ্গম, সিক্রেট ফাঁস আয়ুষ্মান পত্নী তাহিরার

মন মানে না’র সেটে পৌঁছনোর পর পুলিশ জানতে পারে  পল্লবীর মৃত্যুর জন্য ধারাবাহিকেও বদল আনা হয়েছে৷ সিরিয়ালে গুলি করেই খুন করা হয়েছে পল্লবীর চরিত্র গৌরীকে। পাল্টে ফেলা হয়েছে সিরিয়ালের প্লট। এমনকী খুব শীঘ্রই এই ধারাবাহিকটি বন্ধ হয়ে যাবে বলেও জানা গিয়েছে। এদিনই ছিল শেষ পর্বের শুটিং। ফ্লোরে গিয়ে পল্লবী দে’র বেশ কয়েকজন সহ- অভিনেতা, অভিনেত্রী, পরিচালক এবং কয়েকজন কলাকুশলীকে তাঁর মৃত্যু মামলা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। 

pallabi

এদিকে পল্লবীর মৃত্যুতে কাঠগড়ায় তাঁর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী৷  তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে পল্লবীর পরিবার৷ সাগ্নিককে গ্রেফতারও করা হয়েছে। জেরার মুখে সাগ্নিকের দাবি, পল্লবী যে ধারাবাহিকে অভিনয় করেছিলেন, সেটি শীঘ্রই শেষ হবে৷ হাতে নতুন কাজ না থাকায় ডিপ্রেসনে ভুগছিলেন অভিনেত্রী। নতুন কাজের জন্য একাধিক পরিচালককে ফোনও করেছিলেন। হাতের টাকা কমে যাওয়ায় মেজাজ ঠিক ছিল না তাঁর৷ সেই ব্যাপারে নিশ্চিত হতেই পল্লবীর সহ-অভিনেতা-অভিনেত্রী, ও বেশকিছু  কলাকুশলীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।