শুভেন্দুর বাড়ির দিকে তাক করে পুলিশের সিসি ক্যামেরা, অবিলম্বে খোলার নির্দেশ হাই কোর্টের

শুভেন্দুর বাড়ির দিকে তাক করে পুলিশের সিসি ক্যামেরা, অবিলম্বে খোলার নির্দেশ হাই কোর্টের

কলকাতা:  রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির দিকে মুখ করে বসানো সিসিটিভি ক্যামেরা৷ কেন বসানো হল? অবিলম্বে খুল ফেলুন, রাজ্য সরকারকে নির্দেশ হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার৷ 

আরও পড়ুন- কেমন আছেন অনুব্রত? খোঁজ নিতে SSKM-এ সিবিআই অফিসার

এদিন আদালত বলে, শুভেন্দু অধিকারীর বাড়ির দিকে মুখ করে সিসি ক্যামেরা বসানোয় তাঁর ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে। তাই এই দুটি ক্যামেরা অবিলম্বে  খুলে নিতে হবে। কারণ এই ক্যামেরা দুটি তাঁর বাড়ির ভেতরের বিষয়টিকেও পর্যবেক্ষণ করছে। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, ওই ক্যামেরা দুটি খুলে নেবে সিআরপিএফ৷  

বর্তমানে অধিকারী পরিবারের ৪ সদস্য ওয়াই ক্যাটিগরি নিরাপত্তা পেয়ে থাকেন। সেই তালিকায় রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাঁৎ বাবা শিশির অধিকারী, দুই ভাই দিব্যেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারী। পরিবারের দাবি, পুলিশ এমনভাবে সিসিটিভি বসিয়েছে যাতে শুভেন্দু অধিকারী কোন গাড়িতে যাচ্ছেন, কখনও বাড়ি থেকে বেরচ্ছেন তা বোঝা যায়। সেইভাবেই ক্যামেরার মুখ বাড়ির দিকে তাক করে রাখা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে গত ১০ জানুয়ারি রাজ্য সরকারের কাছে একটি রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। অধিকারী পরিবারের অভিযোগ ছিল, পরিবারের সদস্যদের ওইসব ফুটেজ কেউ হাতে পেলে নিরাপত্তার বিঘ্নিত হবে৷