ঝালদা: বিতর্কিত জমিতে আবাস যোজনার ঘর নির্মাণ হচ্ছিল। সেই নির্মাণ ভাঙতে গিয়েই ঘটলো বিপত্তি। কিল-চড়-ঘুষি খেতে হল সাব ইন্সপেক্টরকে! ঘটনাটি ঘটেছে ঝালদায়। ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
জানা গিয়েছে, ঝালদা-বাগমুন্ডি রোডের বিতর্কিত জমিতে আবাস যোজনার ঘর নির্মাণ হচ্ছিল। সেই নির্মাণ ভাঙতে গিয়ে জনতার রোষানলে পড়ে পুলিশ। প্রাথমিক পর্যায়ে ব্যাপক বচসা হবার পরে রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। বিক্ষুব্ধ জনতার মুখে পড়ে ব্যাপক মারধর খেতে হয় সাব-ইন্সপেক্টর অরিন্দম সাহাকে। অন্যদিকে তাঁর সঙ্গে আসা দুই জন সিভিক ভলেন্টিয়ারও জনতার রোষের মুখে পড়েন। আরও জানা গিয়েছে, এলাকায় রটে গিয়েছিল পুলিশ এসে অন্যান্য বাড়িও ভাঙ্গার চেষ্টা করছে। তাই জনতার বিক্ষোভ আরো ব্যাপকভাবে বৃদ্ধি হয়। যদিও মূলত দুই পরিবারের বিবাদ মেটাতে এসেই ঝামেলায় পড়ে পুলিশ।
যে জমি এবং বাড়ি নির্মাণ নিয়ে এত ঘটনা সেই মেশ্যা গ্রামের বাসিন্দা কুমুদ রঞ্জন তেওয়ারি এবং তার ভাই অশ্বিনী তেওয়ারি দাবি করছেন, তাঁদের পৈতৃক জমির অংশীদারদের কাছ থেকে জামলহর গ্রামের পুরন্দর মাহাত নামে এক ব্যক্তি কিছু জমি কিনেছেন। তবে তাঁরা যে জমিতে ঘর নির্মাণ করছিলেন সেটা বিক্রি হয়ে যাওয়া জমিতে নয়। যদিও এর ঠিক উল্টো দাবি করছে মাহাত পরিবার। তাদের দাবি, তাদের কেনা জমিতেই কুমুদ রঞ্জন তিওয়ারি ও তাঁর ভাই অশ্বিনী তিওয়ারি নির্মাণ করছিলেন। বাধা দেওয়া সত্ত্বেও মানেননি তাঁরা।আপাতত এই ঘটনার তদন্ত শুরু করেছে ঝালদা থানার পুলিশ এবং আহত ওই সাব ইন্সপেক্টরকে হাসপাতালে ভর্তি করা হয়ছে।