কালীপুজোয় ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা পুলিশের, নির্দেশ অমান্যে আইনি ব্যবস্থা

কলকাতা: কালীপুজোর সময় বিমানবন্দর লাগোয়া চারটি থানা এলাকায় ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল বিধাননগর পুলিশ৷ ডিসি হেডকোয়ার্টার কুণাল আগরওয়াল জানিয়েছেন, কালীপুজোর সময় বিমানবন্দর লাগোয়া নারায়ণপুর থেকে শুরু করে রাজারহাট, নিউটাউন এলাকায় ফানুস ওড়ানো যাবে না৷ বিধাননগর কমিশনারেটের তরফে জানানো হয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষের অনুরোধের জেরে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে৷ কেননা, ফানুস ওড়ানো হলে বিমান চলাচলে সমস্যা

কালীপুজোয় ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা পুলিশের, নির্দেশ অমান্যে আইনি ব্যবস্থা

কলকাতা: কালীপুজোর সময় বিমানবন্দর লাগোয়া চারটি থানা এলাকায় ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল বিধাননগর পুলিশ৷ ডিসি হেডকোয়ার্টার কুণাল আগরওয়াল জানিয়েছেন, কালীপুজোর সময় বিমানবন্দর লাগোয়া নারায়ণপুর থেকে শুরু করে রাজারহাট, নিউটাউন এলাকায় ফানুস ওড়ানো যাবে না৷

বিধাননগর কমিশনারেটের তরফে জানানো হয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষের অনুরোধের জেরে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে৷ কেননা, ফানুস ওড়ানো হলে বিমান চলাচলে সমস্যা হতে পারে৷ সেই আশঙ্কার কথা ভেবে ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা বলে জানানো হয়েছে৷ পুলিশের নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্তা৷ একই সঙ্গে করা হবে সচেতনতা৷

অন্যদিকে, শহরে চিনা ফানুস ওড়ানো নিয়ে সতর্ক করল দমকল৷ এই মর্মে কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে দমকল কর্তৃপক্ষ৷ জ্বলন্ত অবস্থায় উড়তে উড়তে কোনও ভাবে ফানুস আটকে গেলেই বিপদ৷ গাছে হোক বা বাড়ির ছাদ অথবা পুজো মণ্ডপে৷ চিনা ফানুস থেকে অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে যেতে পারে আগুন৷ ফলে, কালীপুজোর আগে চিনা ফানুস নিয়ে এমনই বিপদের আশঙ্কা করছে৷ দমকলের এক কর্তা জানিয়েছেন, লালবাজারে তাঁরা চিঠি দিয়ে জানতে চেয়েছেন, চিনা ফানুস ওড়ানোর ব্যাপারে কোনও নিষেধাজ্ঞা রয়েছে কি না৷ চিনা ফানুস ওড়ানোর সময় কোথাও আটকে গেলে অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে৷ ফলে দমকল কর্তাদের মতে, সাধারণ মানুষ ফানুস যাতে না কিনে বা না ওড়ান৷ তাহলেই বিপদের আশঙ্কা কম কমবে৷

কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শব্দবাজি নিয়ে শহরবাসীর কাছে সতর্ক করা হয়েছে৷ শব্দবাজি সহজে নিষিদ্ধ তালিকা করা গেলেও ফানুস শব্দবাজি বা আতশবাজির মধ্যে পড়ছে না৷ যদিও চিনা ফানুসের বিষয়টি পুলিশ সতর্ক রয়েছে৷ শহরের বাজি ব্যবসায়ীদের মতে, কালিপুজোর আগে কিছু ব্যবসায়ী চিনা ফানুস বিক্রি করেন৷ ফলে যারা এই চিনা ফানুস বিক্রি করবে, তাদের সতর্ক করা জরুরি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =