কাশীপুরে নিহত বিজেপি কর্মীর মাকে পুলিশি হেনস্থার অভিযোগ

কাশীপুরে নিহত বিজেপি কর্মীর মাকে পুলিশি হেনস্থার অভিযোগ

06f9e8d5ada46e90c7764a2479de9edd

কলকাতা:  অমিত শাহের বঙ্গ সফরের মাঝে  বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার মৃত্যু নিয়ে তোলপাড় কাশীপুর৷ এরই মধ্যে অভিযোগ, অর্জুন চৌরাসিয়ার মাকে হেনস্থা করেছে পুলিশ৷ সেই সময় কোনও মহিলা পুলিশ সেখানে উপস্থিত ছিল না৷  

আরও পড়ুন- ময়নাতদন্ত স্থগিতের আর্জি, BJP কর্মীর রহস্যমৃত্যুতে মামলার অনুমতি হাই কোর্টের

পূর্ব পরিকল্পিতভাবে অর্জুন চৌরাসিয়াকে খুন করা হয়েছে বলে কলকাতা হাইকোর্টে অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার৷ তাঁদের আরও দাবি, কলকাতা থেকে কল্যাণী মাত্র ৮০ কিলোমিটার৷ সেখানে এইমসে ময়নাতদন্ত করা হোক৷ এর পরেই মামলাকারীদের উদ্দেশ্যে  প্রধান বিচারপতির প্রশ্ন, আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়া অন্যত্র ময়নাতদন্ত করলেই সঠিক এবং নিরপেক্ষ হবে? সেই সঙ্গে বিচারপতি জানান, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক৷ 

এদিকে, কাশীপুরে নিহত বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার বাড়িতে দাঁড়িয়ে অমিত শাহ বলেন, “বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করা হয়েছে। গোটা বাংলার যেখানেই যান, রাজনৈতিক প্রতিশোধ নিতে হত্যালীলা চলছে। বিরোধী নেতাদের বেছে বেছে খুন করা হচ্ছে। বিজেপি এই রাজনৈতিক হত্যার তীব্র নিন্দা করছে। অর্জুনের খুনির কড়া শাস্তি সুনিশ্চিত করব।”

টালা ব্রিজ সংলগ্ন কাশীপুর রেল কলোনির বাসিন্দা ছিলেন বিজেপি কর্মী অর্জুন চৌরাশিয়া। আজ সকালে ওই এলাকারই রেল কোয়ার্টারের পরিত্যক্ত ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়৷ খবর পেয়ে দেহ উদ্ধারে আসে চিৎপুর থানার পুলিশ৷ কিন্তু, এলাকায় ঢুকতেই বাধার মুখে পড়তে হয় পুলিশকে৷ ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষ।