Aajbikel

জয়নগরে তৃণমূল নেতা খুনের মূলচক্রীর সন্ধান পেল পুলিশ, প্রকাশ্যে ‘বড়ভাই’-এর পরিচয়

 | 
সইফুদ্দিন

কলকাতা: জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর খুনের ঘটনায় ক্রমেই খুলছে রহস্যের জাল৷ তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, জয়নগরকাণ্ডের নেপথ্যে ছিল আনিসুর লস্কর নামে এক ব্যক্তির হাত। তাঁর বাড়ি দলুইখাকি৷ সইফুদ্দিনের পরিবারের তরফে দায়ের কতা এফআইআর-এও নাম রয়েছে আনিসুরের। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, জয়নগরকাণ্ডে ধৃত শাহরুল শেখ সংবাদমাধ্যমে যে ‘বড়ভাই’-এর কথা উল্লেখ করেছিলেন, তাঁর নাম আলাউদ্দিন সাঁপুই। বাড়ি মন্দিরবাজার থানা এলাকার টেকপাঁজা গ্রামে৷ এলাকায় সিপিএম নেতা হিসাবেই পরিচিত আলাউদ্দিন।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, চালতাবেড়িয়ার বাসিন্দা মোতালেফের বাড়িতে গা ঢাকা দিয়েই তৃণমূল নেতার গতিবিধির উপর নজর রাখছিল ধৃত শাহরুল৷ এই মোচালেফ এলাকায় সিপিএম কর্মী হিসেবেই পরিচিত। খুনের সময় ব্যবহৃত বাইকটিও ছিল মসিবুর রহমান লস্করের নামে। ঘটনার পর তাঁরা সকলেই বাড়িছাড়া। প্রত্যেকের মোবাইল ফোন৷ 

তদন্তকারী পুলিশ কর্তাদের একাংশের মতে, জয়নগরকাণ্ডের পিছনে মাথা ছিল নাসির হালদারের৷ যিনি টেকপাঁজা গ্রামের বাসিন্দা। ধৃত শাহারুল শেখের বয়ানেও উঠে এসেছিল ওই নাসিরের নাম। শাহরুলের দাবি, সইফুদ্দিনকে গুলি করার নির্দেশ এসেছিল নাসিরের কাছ থেকেই।

Around The Web

Trending News

You May like