police
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় চার্জশিট পেশ করল পুলিশ। তাতে যে তথ্য দেওয়া হয়েছে তা ভয়ানক। লালবাজার দাবি করেছে, যাদবপুরের ওই ছাত্রকে র্যাগিংয়ের অংশ হিসেবে যৌন নির্যাতন করা হয়েছিল। এমনকি যারা সে কাজ করেছিল তারাই তাকে আত্মহত্যার প্ররোচনা দেয়। এই প্রেক্ষিতেই অভিযুক্তদের বিরুদ্ধে অ্যান্টি-র্যাগিং এবং পকসো ধারায় মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, ঘটনার দিন ছাত্রটির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল। তারপরে সে রীতিমতো বাধ্য হয় হস্টেল থেকে ঝাঁপ মারতে।
এই ঘটনায় আগেই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমান পড়ুয়া মিলিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। বারংবার তাদের জেরা করে একাধিক তথ্য জানা যায়। যদিও মাঝে তারা তদন্তে সহযোগিতা করছিল না বলে দাবি করেছিল পুলিশ। তবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ জেলে গিয়ে অভিযুক্তকদের জেরা করে একাধিক তথ্য হাতে পায়। মৃত ছাত্রের পরিবার আগেই দাবি করেছিল, তাদের ছেলেকে খুন করা হয়েছে। এখন পুলিশ তাদের চার্জশিটে কার্যত সেটাই বলছে। প্রত্যক্ষভাবে কেউ খুন না করলেও পরোক্ষভাবেই ছাত্রকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়েছে।
ঘটনার প্রায় ৭০ দিনের মাথায় পুলিশ চার্জশিট জমা দিয়ে দাবি করেছে, লাগাতার ওই ছাত্রকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। ঘটনার দিনও একই জিনিস করা হয়েছিল তার সঙ্গে। জামা কাপড় খুলে নেওয়া হয়েছিল তার, অবশেষে আত্মহত্যা করা ছাড়া ছাত্রের কাছে কোনও উপায় ছিল না। ফলে সে নির্যাতন থেকে বাঁচতে ঝাঁপ মারে।