Aajbikel

স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের, অভিষেকের কনভয় হামলার ঘটনায় উত্তাপ বাড়ছে

 | 
অভিষেক

শালবনি: শুক্রবার ঝাড়গ্রাম শহরে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিr পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় শালবনির দিকে এগোনোর পথেই ইটবৃষ্টির সম্মুখীন হয়। কুড়মিরা স্লোগান তুলে একাধিক গাড়িতে হামলা করে বলে অভিযোগ। এই হামলায় রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ ভেঙেছে। আগেই জানা গিয়েছিল যে এই ঘটনায় একাধিকজনকে আটক করা হয়েছে। এখন খবর, স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ আপাতত ৪ জনকে আটক করেছে। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা, মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্টের মতো জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। ইটবৃষ্টি শুধু নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে 'চোর' স্লোগানও তোলা হয়। ইতিমধ্যেই কুড়মিদের ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। জানিয়েছেন, হামলার পিছনে তাঁরা সত্যিই রয়েছেন কিনা তা, ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক বৈঠকে স্পষ্ট করতে হবে। নইলে তিনি ধরে নেবেন, কুড়মিরাই তাঁর কনভয়ে হামলা চালিয়েছে।

এদিকে রাজ্যের মন্ত্রী বীরবাহার দাবি, কুড়মিড়দের আন্দোলনের বিরোধিতা তৃণমূল করেনি। তাই এটা জাতিগত আন্দোলন হতে পারে না। সিপিএম, বিজেপির মদত আছে এর পিছনে। যদিও এই ঘটনা নিয়ে নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে কুড়মি সমাজ। তাঁদের এক নেতা জানিয়েছেন, আদিবাসী কুড়মি সমাজ সংগঠনের এই অবরোধ কর্মসূচি ছিল না।

Around The Web

Trending News

You May like