মমতার উপর হামলা! কাদের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের?

মমতার উপর হামলা! কাদের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের?

নন্দীগ্রাম: বুধবার নন্দীগ্রামে ভোটের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। স্থানীয় তৃণমূল নেতা শেখ সুফিয়ানের অভিযোগের ভিত্তিতেই ভারতীয় দণ্ডবিধির ৩৪১ ও ৩২৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও ঘটনার পর থেকে প্রকাশিত একাধিক ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের মত অনুযায়ী, কোনোরকম ইচ্ছাকৃত আক্রমণ করা হয়নি মুখ্যমন্ত্রীর উপর। যা হয়েছে সেটা নিছক দুর্ঘটনা।

বুধবার ভোটের প্রচারে নন্দীগ্রামে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মনোনয়নপত্র জমা দিয়ে বিকেলে রানিচকে একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই চলন্ত গাড়ির দরজা অল্প খুলে জনসংযোগের চেষ্টা করছিলেন তিনি। সেই সময়ে জোর ধাক্কা লাগিয়ে গাড়ির দরজায়। তাতেই বাঁ পায়ে গুরুতর আঘাত পান তৃণমূল সুপ্রিমো। তার অভিযোগ, ৪-৫ জন মিলে তাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছে। ওই জায়গায় কোনও স্থানীয় পুলিশ ছিল না। এই ঘটনায় বিরোধী দলের গুরুতর ষড়যন্ত্রের ইঙ্গিত করেন তিনি। চিকিৎসার জন্য দ্রুত মমতাকে গ্রিন করিডোর করে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়।

তবে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যা ঘটেছে তা নিছক দুর্ঘটনা ছাড়া অন্য কিছু নয়। চলন্ত গাড়ির দরজা খুলে মুখ্যমন্ত্রী যখন সাধারন মানুষের সঙ্গে কথা বলছিলেন তখন রাস্তার ধারের একটি খুঁটিতে গাড়ির দরজায় ধাক্কা লাগে। তাতেই পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। ঘটনার সময়ের বিভিন্ন ভিডিও ফুটেজও প্রত্যক্ষদর্শীদের কথাকেই সত্যি প্রমাণ করছে। তবে এই ঘটনায় রাজনৈতিক মহলে বেশ কিছু প্রশ্ন উঠে গিয়েছে। সত্যিই কি কেউ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয় ভেঙে তাকে আহত করেছে? এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপির তরফ থেকেও দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন। বৃহস্পতিবার সকালে এই নিয়ে সরোজমিনে তদন্ত করতে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার, মেদিনীপুর রেঞ্জের ডিআইজি ও জেলাশাসক ঘটনাস্থলে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 7 =