Aajbikel

ছাত্রমৃত্যুর পর কারা কারা ও কেন হস্টেল ছাড়লেন? পুলিশের নজরে যাদবপুরের অনেকে

 | 
যাদবপুর হোস্টেল

কলকাতা:  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য৷ ঘচনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ এই ঘটনার পরেই বেশ কিছু ছাত্র বিশ্ববিদ্যালয়ের হস্টেল ছেড়ে চলে গিয়েছেন৷ অনেকে আবার শহরের বাইরে গিয়েছেন বলেও জানা যাচ্ছে। তাঁরা কারা? কেনই বা তাঁরা হস্টেল ছেড়ে চলে গেলেন? এই সব প্রশ্নের উত্তর পেতে মরিয়া পুলিশ। যাঁরা বুধবারের ঘটনার পর যাঁরা হস্টেল ছেড়েছেন, তাঁদের খোঁজখবর নিতে শুরু করেছে পুলিশ। ছাত্রমৃত্যুর সঙ্গে তাঁদের কোনও যোগ আছে কি না,সেটাও খতিয়ে দেখা হচ্ছে৷ 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় উঠে এসেছে র‌্যাগিংয়ের অভিযোগ৷ ঘটনার রাতে তাঁর উপর নানা অত্যাচার করা হয়েছিল বলেও অভিযোগ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে৷ এদিকে, এই ঘটনার পরেই একে একে ছাত্রেরা হোস্টেল ছাড়ছে৷ তারই মধ্যে উঠে এসেছে হস্টেলের নানা অব্যবস্থার ছবি৷ জানা গিয়েছে, হস্টেলের বেশিরভাগ ঘর দখল করে বসে রয়েছেন প্রাক্তনীরা৷ বিশ্ববিদ্যালয়ের পড়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও তাঁরা ঘর ছাড়েননি৷ হস্টেলজুড়ে তাঁদেরই দাপট৷ সিসি ক্যামেরা না থাকায় দৌরাত্ম আরও বেড়ে গিয়েছে৷ অবাধে চলছে বেআইনি কাজ। নতুন ছাত্রেরা হস্টেলে এলে এই সব প্রাক্তনী কিংবা অন্যান্য ছাত্রের অতিথি হয়ে থাকতে হয়।

এই সমস্ত অভিযোগ সামনে আসতেই যাদবপুরের হস্টেলে থাকতে ভয় পাচ্ছেন অনেকেই। বিতর্ক এড়াতেই হয়তো অনেকে হস্টেল ছেড়ে চলে যাচ্ছেন। তবে এই মুহূর্তে সকলেই তদন্তকারী অফিসারদের নজরে৷ যাদবপুরে পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার বিশ্ববিদ্যালয়ে আসছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন (ইউজিসি)-এর প্রতিনিধি দল৷ 

Around The Web

Trending News

You May like