২ ঘন্টা পর রাকেশ সিংয়ের বাড়িতে ঢুকতে পারল পুলিশ! চলছে তল্লাশি

২ ঘন্টা পর রাকেশ সিংয়ের বাড়িতে ঢুকতে পারল পুলিশ! চলছে তল্লাশি

31540328468033db84f67e4b5ba28bdd

কলকাতা: মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার পর বিজেপি নেত্রী পামেলা গোস্বামী সরাসরি আঙুল তুলেছিলেন বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে। তাঁর গ্রেফতারের দাবি জানিয়ে সিআইডি তদন্তের আজিজ নিয়েছিলেন তিনি। সেই প্রেক্ষিতেই আজ বিকেলের মধ্যেই লালবাজারে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় বিজেপি নেতা রাকেশ সিংকে। যদিও তার আগে রাকেশের বাড়িতে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী। দীর্ঘ ২ ঘন্টা পর তার বাড়িতে অবশেষে ঢুকে তল্লাশি শুরু করেছে তারা। বিজেপি নেতার বাড়িতে নারকটিক্স সেলের তল্লাশি চলছে।

হাজিরার প্রসঙ্গে বিজেপি নেতা রাকেশ সিং হাইকোর্টের দ্বারস্থ হন এবং তার আবেদন ছিল হাজিরার নির্দেশে যেন স্থগিতাদেশ দেওয়া হয়। তবে সেই দাবি খারিজ করে দিয়ে কার্যত পুলিশের পক্ষে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে হাজিরার নির্ধারিত সময়ের আগেই এদিন তার বাড়িতে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী যদিও বাড়ীর ভেতর ঢুকতে পারেনি তারা। বচসার পরিবেশ তৈরি হয় বিজেপি নেতা রাকেশ সিংয়ের ছেলে এবং পুলিশ বাহিনীর মধ্যে। অভিযোগ করা হয়, পুলিশ কি কারণে তল্লাশিতে এসেছে তার কোন বৈধ নথি দেখাতে পারেনি। তবে অবশেষে দীর্ঘ ২ ঘন্টা পর বিজেপি নেতার বাড়িতে ঢুকে তল্লাশি অভিযান শুরু করেছে তদন্তকারীরা। তাদের মূল বক্তব্য, এই ধরনের অভিযান চালানোর জন্য বৈধ নথির দরকার পড়ে না। এই ধরনের ঘটনায় এই ভাবেই তল্লাশি অভিযান চালানো যায়। 

পামেলা গোস্বামী বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপিরই কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিংয়ের বিরুদ্ধে! বলেছেন, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাকেশ সিং যে এই ঘটনায় অভিযুক্ত তার জন্য তাঁর কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। এদিকে পামেলা গোস্বামী প্রসঙ্গে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের আলোচনায় যোগ দিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে তিনি দাবি করেছেন, গ্রেফতার হওয়ার আগে পামেলা গোস্বামী সঙ্গে কথা হয়েছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *