Aajbikel

হাই কোর্টের নির্দেশে জীবনের বড়ঞায় তৃণমূলের পার্টি অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল পুলিশ

 | 
জীবনকৃষ্ণ

বড়ঞা: নিয়োগ দুর্নীতিতে ধৃত বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বর্তমান ঠিকানা জেল। বুধবার তাঁর এলাকায় অবস্থিতি তৃণমূলের পার্টি অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল পুলিশ। হাই কোর্টের নির্দেশ মতোই প্রশাসনের তরফে এই পদক্ষেপ করা হয় ৷ 


২০২১ সালে বড়ঞা ব্লকের আফ্রিকা মোড়ে তৃণমূলের এই পার্টি অফিসটি তৈরি করা হয়েছিল। এর পরেই স্থানীয় বাসিন্দা শফিউর রহমান আদালতের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ ছিল, সরকারি জায়গায় জবরদখল করে ওই ভবন নির্মাণ করা হয়েছে৷ জল গড়ায়  হাই কোর্ট পর্যন্ত। কিছুদিন আগে ওই ভবন ভেঙে ফেলার নির্দেশ দেয় আদালত। সেই মতোই এদিন বুলডোজার এনে তৃণমূলের পার্টি অফিসটি ভেঙে ফেলা হয়৷ 

এদিন সকাল থেকেই বড়ঞা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকাকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। এর পর কান্দি মহকুমা শাসকের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শুরু হয় বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার কাজ। তবে পার্টি অফিস ভাঙা নিয়ে তোমন উত্তেজনা দেখা যায়নি। উল্টে স্থানীয় তৃণমূলের দাবি, এটা কোনওদিনই পার্টি অফিস ছিল না। তবে যাঁরা তৃণমূল করেন তাঁরা এখানে এসে বসতেন, গল্প করতেন। জানা গিয়েছে, বিধায়ক জীবনকৃষ্ণ সাহাও এই ভবনে এসে বসতেন।



 

Around The Web

Trending News

You May like