কলকাতা: পুলিশের ভূমিকাকে কুর্নিশ জানিয়ে প্রতি বছর পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে পুলিশের জন্য এক গুচ্ছ সুবিধার কথাও ঘোষণা করেছিলেন তিনি। তবে এই বছর ১ সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করা সম্ভব হয়নি৷ কারণ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল ওই দিন৷ তাই আজ রাজ্যজুড়ে পালিত হল পুলিশ দিবস৷
আরও পড়ুন- আর নয় পূর্ণ লকডাউন, বিকল্প ভাবনা রাজ্যের! নজরে ভোট-উৎসব-অর্থনীতি?
পুলিশ দিবস উপলক্ষে এদিন মুখ্যমন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতিতে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করেছেন পুলিশকর্মীরা৷ শুধু আইন-শৃঙ্খলা রক্ষাই নয়, এই কোভিড যোদ্ধারা প্রয়োজনে নিজেদের রক্তদানও করেছেন৷ নিজেদের রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচিয়েছেন৷ ব্লাড প্লাজমা দানেও এগিয়ে এসেছেন তাঁরা৷ যার ফলে অনেক মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে৷
মুখ্যমন্ত্রী বলেন, আমাজের সমাজে পুলিশ খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে৷ তাঁদের পরিবার পরিজন তাঁদের পাশে রয়েছে বলেই, তাঁরা এই কাজ নিষ্ঠার সঙ্গে পালন করতে পারে৷ পুলিশ দিবস উপলক্ষে তাঁদের পরিবারকেও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, কলকাতা পুলিকে এক সময় স্কটল্যান্ড ইয়র্ডের সঙ্গে তুলনা করা হত৷ এর চেয়েও ভালো তাঁরা ভালো কাজ করছে কলকাতা পুলিশ৷ বেঙ্গল পুলিশও ভালো কাজ করছে বলে মন্তব্য করেন তিনি৷
আরও পড়ুন- বেলাগাম আলু, ‘নিখোঁজ’ মুখ্যমন্ত্রীর টাস্কফোর্স! বাজারে-বাজারে গণস্বাক্ষর
মুখ্যমন্ত্রী জানান, পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, সিআইএফ তৈরি হয়েছে৷ মানবিক ভাবে কাজ করেছে পুলিশ৷ কোনও ভয়, কুৎসা, চক্রান্তের কাছে তাঁরা মাথা নত করেনি৷ মুখ্যমন্ত্রীর কথায়, “পুলিশের আত্মত্যাগ মনে রাখার মতো। অনেক পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। ১৮ জনের মৃত্যুও হয়েছে। তার পরেও সামাজিক দায়িত্ব পালন করে চলেছে পুলিশ বাহিনী।