করোনায় নিহত পুলিশকর্মীর পরিবারকে চাকরি, এক ফোনে পুলিশি সহায়তা

করোনায় নিহত পুলিশকর্মীর পরিবারকে চাকরি, এক ফোনে পুলিশি সহায়তা

7cef560798f46fdcbfe2c37dd4d6a9f3

 

ক্যানিং, বালুরঘাট: রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, প্রতিবছর পয়লা সেপ্টেম্বর দিনটি পুলিশ দিবস হিসাবে পালিত হবে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ক্যানিং থানা ভবনে যথাযথ ভাবে পালিত হল পুলিশ দিবস। এই উপলক্ষে বারুইপুর পুলিশ জেলার কর্মীদের জন্য ওয়েলনেস সেন্টার চালু করার কথা ঘোষণা করলেন পুলিশ সুপার রশিদ মুনির খান। এজন্য নিয়োগ করা হয়েছে একজন মনোবিদ।

নরেন্দ্রপুর থানা এলাকার মহামায়াতলা জয় হিন্দ অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে দক্ষিণ ২৪ পরগনা জেলার রাজপুর সোনারপুর পুরসভা, বারুইপুর পুরসভা ও জয়নগর পুরসভার বয়স্ক মানুষদের জন্য সাথী প্রকল্প চালু করা হল। একটি নম্বরে ফোন করলেই তারা প্রয়োজনীয় সাহায্য পাবেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিনের অনুষ্ঠানে কোভিড আক্রান্ত পুলিশ কর্মীদের সন্মান জানানো হয়। সন্মান জানানো হয় শিক্ষক ও চিকিৎসকদেরকেও।

পাশাপাশি ক্যানিং থানা ভবনে ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মণ্ডল, ক্যানিং এসডিওপি দেবীদয়াল কুন্ডু, সিআই দুর্গাপ্রসাদ মজুমদার, আইসি অমিত কুমার হাতি, মহিলা থানার ওসি মুনমুন চৌধুরীসহ প্রায় ৩১৪ জন  পুলিশকর্মীর হাতে ফুলের স্তবক, উত্তরীয়, মিষ্টি তুলে দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়।

বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ১ সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করার জন্য। কিন্তু ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াণে পুলিশ দিবস পালন করা যায়নি। তার বদলে ৮ সেপ্টেম্বর যথাযথ ভাবে পালন করা হল পুলিশদিবস। অনুষ্ঠানে সাংবাদিকদেরও সম্বর্ধনা দেওয়া হয়।
 

দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বালুরঘাটের বালুছায়া সভাগৃহে পালিত হয় পুলিশ দিবসের অনুষ্ঠান। এই অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা রাজ্যে সম্প্রচারিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি মালদা রেঞ্জ প্রসুন ব্যানার্জি,  মন্ত্রী বাচ্চু হাঁসদা,  দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল,  পুলিশ সুপার দেবর্ষি দত্তসহ অন্যান্য বিশিষ্টরা।

অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুর জেলার প্রয়াত এএসআই পপি চৌধুরীর ছেলের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি এই অনুষ্ঠানে বিভিন্ন কোভিড যোদ্ধা যারা কোভিড আক্রান্ত হয়ে তা জয় করেছেন তাদের মেডেল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *