Aajbikel

যাদবপুরকাণ্ডে ১২ দিনের হেফাজতে ছ’জন, তিন ধৃতেরাই নাম বলেছে বাকিদের

 | 
যাদবপুর হোস্টেল

কলকাতা: যাদবপুরে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় প্রথমে তিনজন গ্রেফতার হওয়ার পর আরও ছয় জনকে গ্রেফতার করে পুলিশ। আজ তাদের সকলকে আলিপুর আদালতে হাজির করানো হয়েছিল। আদালতের নির্দেশ, ধৃতদের ১২ দিনের জন্য পুলিশি হেফাজতে থাকতে হবে। অর্থাৎ সকলে আগামী ২৮ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে থাকতে চলেছে। পুলিশ আদালতে জানিয়েছে, আগে যাঁদের গ্রেফতার করা হয়েছে তাদের থেকেই বাকিদের নাম পেয়েছে তারা। 

পুলিশ সূত্রে জানা গিয়েছিল, প্রথম তিন ধৃতরা হলেন সৌরভ চৌধুরী, মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্ত। তাদের জেরা করেই বাকি ৬ জনের নাম পেয়েছে তারা। এই ৬ জন হলেন জম্মুর বাসিন্দা মহম্মদ আরিফ, পশ্চিম বর্ধমানের বাসিন্দা আসিফ আফজল আনসারি, উত্তর ২৪ পরগনার বাসিন্দা অঙ্কন সরকার, দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকার বাসিন্দা অসিত সর্দার, মন্দিরবাজারের সুমন নস্কর এবং পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা সপ্তক কামিল্যা। এদের মধ্যে অসিত, সপ্তক এবং সুমন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। তদন্তকারীদের দাবি, ঘটনায় এরা যুক্ত ছিলেন বলে তাদের স্পষ্ট অনুমান। কারণ ধৃত ছ’জনের মধ্যে তিন প্রাক্তনী ঘটনার পর হস্টেল ছেড়ে পালিয়ে গিয়েছিল। 

পুলিশের তরফে আরও জানানো হয়েছে, ধৃতদের মোবাইল ফোন, ল্যাপটপ সবই বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া হস্টেল থেকে যে হলুদ ডায়েরি উদ্ধারের পর একটি চিঠি মিলেছিল তার হাতের লেখা যাচাই করার জন্য মৃতের বাড়ি থেকে খাতা এবং স্বাক্ষরের নমুনা সংগ্রহ করেছে পুলিশ।

Around The Web

Trending News

You May like