কলকাতা: মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পর এবার কলকাতার অধিকাংশ রাস্তা এবার সাইকেল চলাচলের জন্য খুলে দেওয়া হল। শহরের প্রধান বড় রাস্তা, উড়ালপুল বাদে সব ছোট-মাঝারি রাস্তা দিয়েই সাইকেল চলাচল করতে পারবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ৷
মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা এক বিজ্ঞপ্তি জারি করে জানান, আপাতত ৩০ জুলাই পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে৷ আনলক ওয়ান পর্বে অধিকাংশ অফিস এবং দোকানপাট খুলে যাওয়া সত্ত্বেও যানচলাচল এখনও স্বাভাবিক হয়নি৷ সে কারণে এই সিদ্ধান্ত৷ এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাস্তাঘাটে গাড়ি অপ্রতুল এবং ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেওয়ায় লোকের কর্মস্থলে যেতে অসুবিধা হচ্ছে। সেই কারণে পুলিশকে বলা হয়েছে, সব দিক দেখে তারপর সাইকেল চালানো নিয়ে সিদ্ধান্ত নিতে৷
গত কয়েকদিন ধরে কলকাতার রাজপথে সাইকেলের আধিক্য চোখে পড়েছে। কারণ, ধীরে ধীরে অফিস খুলে যাওয়াও ক্রমশ মানুষকে বাইরে বেরোতে হচ্ছে। কিন্তু গাড়ি না থাকায় ৪০-৫০ কিলোমিটার সাইকেল করে যেতে হচ্ছে অনেককে। সেই কারণে সরকারের এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তবে যে রাস্তা একমুখী তাতে একমুখী ও যে রাস্তা দ্বিমুখী, তাতে সেই ভাবে সাইকেল চালাতে হবে৷ এই নিয়ম কোনওভাবেই ভাঙা যাবে না৷ এর ফলে স্পষ্ট ইএম বাইপাস, জওহরলাল নেহেরু রোড, রাসবিহারী এভিনিউ, সেন্ট্রাল এভিনিউ, রবীন্দ্র সরণী, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, সৈয়দ আমির আলি এভিনিউ, তারাতলা রোডের মতো বড় রাস্তা বাদে বাকি ছোট কিংবা মাঝারি রাস্তা দিয়ে সাইকেল চলাচল করতে পারবে৷
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, ট্রেন ও বহু গাড়ি রাস্তায় নামতে না পারার জন্য একটা সমস্যা হচ্ছে শহরজুড়ে। কারণ বহু লোক অফিসে আসতে পারছেন না। সেকথা মাথায় রেখেই কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে সাইকেল চালানোর রাস্তা খোঁজার জন্য। তারপরেই এই নির্দেশিকা জারি কলকাতা পুলিশের কমিশনারের।