কলকাতা: কলকাতা থেকে উদ্ধার দুটি লেপার্ড এর চামড়া। সঙ্গে উদ্ধার আরও কয়েকটি লেজের টুকরো। অনুমান যাদের কাছে এগুলো ছিল, তাদের কাছে আরও চামড়া রয়েছে। মুচিপাড়া থানা এলাকার একটি ডাস্টবিন থেকে উদ্ধার হয় এই চামড়াগুলো। বেড কভারের মধ্যে রাখাছিল। উদ্ধার করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল। কলকাতার ২৯/এ ক্রিক লেন থেকে উদ্ধার হয়। যাকে ঘিরে আপাতত তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷
আজ সকালে মুচিপাড়া থানা থেকে খবর দেওয়া হয় যে একটি ডাস্টবিনের পাশে কাপড়ে মোড়া অবস্থায় কিছু বাঘের ছাল পরে আছে। সেই খবর পেয়ে বন দফতরে আধিকারিক ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে দুটো লেপার্ডের চামড়া উদ্ধার হয়। তাদের অনুমান বহুদিন পুরোনো। অনুমান কেউ বা কারা ফেলে গেছে। কারা ফেলে গেল সেই বিষয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তকারীদে অনুমান, হয়তো বিক্রি করার জন্য নিয়ে এসেছিল। কিন্তু কোনওভাবে বেচতে না পেরে ফেলে পালিয়ে যায়।
সল্টলেকের বন দফতরের অফিসে নিয়ে আসা হলে দেখা যায় দুটি চামড়া রয়েছে এবং তার সঙ্গে তিনটে আলাদা লেজ পাওয়া গেছে। দুটি চামড়ার মধ্যে একটি পূর্ণ বয়স্ক ও একটি মাঝ বয়স্ক লেপার্ড এর চামড়া। এর থেকে তাদের অনুমান যার কাছে এগুলো ছিল তাদের কাছে আরও চামড়া রয়েছে। বাঘের দুর্মূল্য চামডা চক্রের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছেন তা খতিয়ে দেখতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷