বিহার থেকে সাইকেল চালিয়ে বাংলায় ব্যাংক ডাকাতি, ২৪ ঘণ্টায় কিনারা পুলিশের

বিহার থেকে সাইকেল চালিয়ে বাংলায় ব্যাংক ডাকাতি, ২৪ ঘণ্টায় কিনারা পুলিশের

চুঁচুড়া: প্রবাদ আছে, পুলিশ চাইলে কি না করতে পারে! এবার আমজনতার মুখে ফেরা সেই প্রবাদকে কার্যত বাস্তবায়িত করল চন্দননগর পুলিশ৷ ভরদুপুরে ব্যাংক ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে বমাল ডাকাত দলকে শ্রীঘরে পাঠাল চন্দননগর পুলিশ৷

জানা গিয়েছে, গতকাল দুপুরে একটি ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে৷ ব্যাংকের ভেতরে থাকা সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করে পুলিশ৷ রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামে পুলিশ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রীতম ঘোষের হাত থাকতে পারে৷ এর আগেও অভিযুক্ত প্রীতমের বিরুদ্ধে ২০১৪ সালে পেট্রলপাম ডাকাতির অভিযোগ রয়েছে পুলিশের খাতায়৷

পুলিশ সূত্রে খবর, পারে গা ঢাকা দিয়ে বেশ কিছু বছর ধরে বিহারে আস্তানা গেড়েছিল অভিযুক্ত৷ লকডাউন আবহে বিহার থেকে সাইকেলে চেপে বাংলায় প্রবেশ করে অভিযুক্ত৷ সেখানে সঙ্গী জুটিয়ে উত্তরপাড়ায় ব্যাংক ডাকাতিক ছক কষা হয়৷ পরে গতকাল ভরদুপুরে ব্যাংক ডাকাতি করে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ প্রায় ১৮ লক্ষ টাকা হাতিয়ে পালানোর চেষ্টা করে ডাকাতদল৷ পালানোর সময় বেশ কিছু টাকা রাস্তায় ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ পরে তা উদ্ধার করেন স্থানীয়রা৷ পরে ঘটনা তদন্তে নেমে পুলিশ৷ তদন্তে নেমে ডাকাতি প্রায় ১০ লক্ষ টাকা-সহ আগ্নেয়াস্ত্র ও মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − five =