কলকাতা: বিজেপির মিছিল আটকানোকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হল আজ। পুলিশের সঙ্গে কার্যত বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। ইজেডসিসি থেকে বিধাননগর কমিশনারেট পর্যন্ত মিছিলের ডাক দেয় বিজেপি। কিন্তু কিছুদূর যাওয়ার পরেই সেই মিছিল আটকে দেয় পুলিশ। এরপরেই রাস্তায় বসে পড়েন শুভেন্দু সহ সব বিজেপি কর্মীরা। পুলিশকে একহাত নিতে নিতেই জেলায় জেলায় বিক্ষোভের ডাক দেয় বিজেপি।
আরও পড়ুন- স্কুল বন্ধ করা হোক, জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
বিধাননগর পুরনিগমের ৪১টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণার পর থেকেই তাদের কর্মীদের উপর নানাভাবে হামলা চালাচ্ছে শাসকদলের নেতা কর্মীরা। এমন অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টি শিবির। আর ঠিক এই কারণেই আজকের মিছিলের ডাক দেওয়া হয়েছিল। বিধাননগর কমিশনারেট চলো’র ডাক দেয় গেরুয়া শিবির। কিন্তু সেই মিছিল পুলিশ আটকালে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। শুভেন্দু অধিকারীর বক্তব্য, রাজ্য নির্বাচন কমিশন তৃণমূলের শাখা সংগঠনে পরিণত হয়েছে এবং এর জন্য দায়ি নির্বাচন কমিশনার সৌরভ দাস। তিনি শাসক শিবিরের দলদাস বলে কটাক্ষ করেন বিজেপি নেতা। তিনি আরও বলেন, বাংলার আইনের শাসন নয়, শাসকের আইন চলছে। গণতন্ত্র গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। এই প্রেক্ষিতেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।
শুভেন্দুর আরও সংযোজন, আজ তাদের মিছিল আটকাতে ব্যারিকেড থেকে জলকামান, সমস্ত কিছু প্রস্তুত রাখে পুলিশ। অন্য এলাকা থেকে পুলিশ এনে ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে কিন্তু তারা থামবেন না। এইভাবে তাদের আটকানো যাবে না বলেও স্পষ্ট করেন তিনি। এই পরিপ্রেক্ষিতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, রাজ্যের পুলিশ শাসক দলের কথা শুনে চলছে। পুলিশের উচিত উর্দি খুলে তৃণমূলের পতাকা ধরে নেওয়া।