অশোকনগর ও ভাঙড়: ভ্যাকসিন না পেয়ে প্রতিবাদে রাস্তা অবরোধ করেছিলেন ভ্যাকসিন নিতে আসা মানুষজন৷ তাঁদের ওপরেই অমানবিক লাঠি চার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে৷ ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর ৮ নম্বর মোড় এলাকায়। অন্যদিকে ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল ভাঙড়ের জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এদিন উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হচ্ছিল করোনার টিকা৷ সেখানেই অনেকে লাই দিয়েছিলেন৷ কিন্তু সকলকে ভ্যাকসিন দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়৷ এরপরই উত্তেজিত জনতা অশোকনগর নৈহাটি রোড অবরোধ করে৷ অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। অভিযোগ, তাঁদের সঙ্গে কোনও আলাপ আলোচনা না করেই আচমকায় লাঠি চার্জ শুরু করে পুলিশ৷ ঘটনায় আহত হন বেশ কয়েকজন৷
অন্যদিকে ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল ভাঙড়ের জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার করোনার দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ছিলো। কিন্তু সকাল থেকেই দেখা যায় প্রথম ডোজ নেওয়ার জন্য প্রায় দুশোর বেশি মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। হাসপাতালে পক্ষ থেকে তাদেরকে জানানো হয় এদিন শুধুমাত্র ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। তখনই ক্ষোভে ফেটে পড়ে লাইনে থাকা কয়েকশো মানুষজন।
তাদের দাবি ভ্যাকসিন নেওয়ার জন্য কেউ দশ ঘন্টা আবার কেউ এগারো ঘণ্টা লাইন দিয়ে আছে। গভীর রাত থেকেই মানুষজন ভ্যাকসিন এর জন্য লাইনে দাঁড়িয়ে ছিল। কেউ কেউ দাবি করেন, প্রায় সাত কিলোমিটার রাতের অন্ধকারে হেঁটে ভ্যাকসিন নিতে এসেছেন। শুরু হয় বিক্ষোভ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাশিপুর থানার পুলিশ বাহিনী৷ পরে পুলিশি আশ্বাস বিক্ষোভ উঠে যায়৷