হাওড়া: হাওড়ায় শীতলাপুজো উপলক্ষে বক্স বাজানো নিয়ে দীর্ঘদিন ধরেই মানুষের মধ্যে ক্ষোভ ছিল। শীতলাপুজোয় বক্সের দাপটে এলাকার মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছিল। এবার সালকিয়ায় শীতলামায়ের স্নানযাত্রাতেও বক্স বাজানো নিয়ে কঠোর ছিল প্রশাসন।
এখন হাওড়ার বিভিন্ন এলাকায় শীতলা পুজো হচ্ছে। সেই পুজোগুলিতেও বক্স বাজানো নিষিদ্ধ রয়েছে। ইতিমধ্যেই হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পুজো কমিটিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বক্স বাজানো হলে সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত যেমন করা হবে, তেমনই পুজো মণ্ডপের সমস্ত মাইক বাজেয়াপ্ত করা হবে। এমনকী, আগামী বছর থেকে এই সমস্ত পুজোকে অনুমতি পর্যন্ত দেওয়া হবে না।