বিধায়ক খুনে আরও দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ

কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় পুলিশ আরো দু’জনকে গ্রেপ্তার করেছে। যদিও মূল অভিযুক্ত অভিজিৎ পুন্ডারি এখনও অধরা। বৃহস্পতিবার রাতে শান্তিপুরে গা ঢাকা দিয়ে থাকা কালিদাস মণ্ডলকে (৩৮) পুলিশ গ্রেফতার করে। বিধায়ক খুনের অভিযোগে কালিদাসের নাম আগেই উঠেছিল। বিধায়কের সঙ্গী মিলন সাহা যে ৪ জনের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে এই খুনে যুক্ত থাকার অভিযোগ জানিয়েছিলেন তার অন্যতম

618ee4038a9301c5138b72f50ab18459

বিধায়ক খুনে আরও দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ

কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় পুলিশ আরো দু’জনকে গ্রেপ্তার করেছে। যদিও মূল অভিযুক্ত অভিজিৎ পুন্ডারি এখনও অধরা। বৃহস্পতিবার রাতে শান্তিপুরে গা ঢাকা দিয়ে থাকা কালিদাস মণ্ডলকে (৩৮) পুলিশ গ্রেফতার করে।

বিধায়ক খুনের অভিযোগে কালিদাসের নাম আগেই উঠেছিল। বিধায়কের সঙ্গী মিলন সাহা যে ৪ জনের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে এই খুনে যুক্ত থাকার অভিযোগ জানিয়েছিলেন তার অন্যতম ছিল এই কালিদাস। এছাড়াও পুলিশ এই খুনের ঘটনার আরো একজনকে গ্রেফতার করেছে। জেলার পুলিশ সুপার রূপেশ কুমার জানিয়েছেন, ‘বৃহস্পতিবার রাতে নির্মল ঘোষ (৬০) নামে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে।’ এই নির্মল ঘোষ এলাকার একজন প্রভাবশালী বিজেপি নেতা। বগুলা ২পঞ্চায়েতের মদনা বাজার এলাকায় তার বাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *