গ্রামে মদ বিক্রি করেন স্ত্রী! খবর পেয়ে থানায় ছুটলেন স্বামী! পুলিশের জালে গৃহকর্ত্রী

 স্থানীয়দের অভিযোগ, পাড়ার মধ্যে অবৈধভাবে মদ বিক্রি করায় এলাকার পরিবেশও দিন দিন খারাপ হচ্ছিল। এলাকায় সমাজবিরোধী থেকে দুষ্কৃতীদের আনাগোনাও বেড়েছিল। এলাকার পরিবশ এতটাই খারাপ হয়ে উঠেছিল যে স্কুল পড়ুয়া থেকে শুরু করে পাড়ার মহিলারা দিনেদুপুরেও রাস্তায় বেরোতে ভয় পেতেন।

 

নিজস্ব প্রতিনিধি, বারাসত:  গোপনে অবৈধভাবে মদ বিক্রি করেন স্ত্রী। আর দিনের পর দিন স্ত্রী-র এই অবৈধ কাজকর্ম মেনে নিতে পারেননি। অবশেষে নিজেই পুলিশের কাছে গিয়ে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানালেন স্বামী। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার অন্তর্গত খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি গ্রামের ব্রাহ্মণপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বহুদিন ধরেই গোপনে  এলাকায় অবৈধ মদের ব্যবসা চালাচ্ছিলেন অভিযুক্ত মীনতি বিশ্বাস। এই কাজ পছন্দ করতেন না স্বামী জগবন্ধু বিশ্বাস। প্রায়শই কাজ ছেড়ে দেওয়ার কথা বলতেন মীনতিকে। যদিও স্বামীর এই কথায় কর্ণপাত করতেন না তিনি। এই বিষয়কে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই তুমুল ঝগড়া-অশান্তি লেগে থাকত ওই দম্পতির মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, পাড়ার মধ্যে অবৈধভাবে মদ বিক্রি করায় এলাকার পরিবেশও দিন দিন খারাপ হচ্ছিল। এলাকায় সমাজবিরোধী থেকে দুষ্কৃতীদের আনাগোনাও বেড়েছিল। এলাকার পরিবশ এতটাই খারাপ হয়ে উঠেছিল যে স্কুল পড়ুয়া থেকে শুরু করে পাড়ার মহিলারা দিনেদুপুরেও রাস্তায় বেরোতে ভয় পেতেন। তাঁরাও বহুবার  প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু কারও কথাই গ্রাহ্য করতেন না মিনতি। পাল্টা এলাকার মহিলাদের হুমকি দিতেন তিনি।

তাই শেষ পর্যন্ত বাধ্য হয়েই স্ত্রীর অবৈধ কাজকর্মের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পুলিশের দ্বারস্থ হন জগবন্ধু বাবু। অভিযোগ জানান হাড়োয়া থানায়। শুক্রবার অভিযোগ পাওয়ার পর রাতেই ব্রাহ্মণ পাড়া এলাকায় তল্লাশি চালিয়ে ৪০ লিটার মদ সহ গ্রেফতার করা হয় মীনতি বিশ্বাসকে। এই বেআইনি মদ বিক্রির সঙ্গে কারা যুক্ত আছেন সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। স্ত্রীর অবৈধ কাজকর্মের বিরুদ্ধে স্বামী জগবন্ধু বিশ্বাসের এই পদক্ষেপের জন্য তাঁকে সাধুবাদজানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =