হাওড়া: উত্তেজনা যে ছড়াবেই তা অনেক আগে থেকেই অনুমান করা গিয়েছিল। সেই মতই এদিন বাম সংগঠনের নবান্ন অভিযান শুরু হতেই ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হল। প্রবল অশান্তি এবং উত্তেজনার সৃষ্টি হলে অভিযান শুরুর সঙ্গে সঙ্গেই বেশ কয়েকজনকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, নবান্নের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে ১০ জন বাম সমর্থককে।
মূলত শিক্ষা এবং চাকরির দাবিতে বৃহস্পতিবার নবান্ন অভিযানের সিদ্ধান্ত নেয় ১০ টি বাম সংগঠন। সেই কারণে এদিন সকাল থেকেই পুলিশি তৎপরতা ব্যাপকভাবে বেড়ে যায় শহর জুড়ে। কথা মতো, কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করে নবান্ন অভিযানের সূত্রপাত ঘটায় বাম সংগঠনগুলি। পরবর্তী ক্ষেত্রে ডোরিনা ক্রসিংয়ে মিছিল আটকায় পুলিশ। পরে নবান্নের সামনে বেশ কয়েকজন অভিযোগকারীদের গ্রেফতার করার ফলে আরো ব্যাপকভাবে প্রতিবাদ সৃষ্টি হয়। সেই প্রেক্ষিতে পরে আরো পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। স্বাভাবিকভাবেই কড়া নিরাপত্তা বলেয়ে ঘেরা থাকে নবান্ন৷ আজ বামফ্রন্টের কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে নবান্নে৷
দশটি বামযুব সংগঠনের পূর্ব নির্ধারিত অভিযানের আগে আচমকা এই বিক্ষোভে কিছুটা হতবাক পুলিশও৷ আজ পৌনে এগারোটা নাগাদ ভিআইপি গেট দিয়ে নবান্নের ভিতরে ঢোকার চেষ্টা করেন ডিওয়াইএফআই-এর দশ-বারো জন বিক্ষোভকারী৷ সঙ্গে সঙ্গে তাঁদের পথ আটকায় পুলিশ৷ দ্রুত তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়৷ এদিন সকাল থেকেই মিছিল আটকাতে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে৷ আছে দমকলের ইঞ্জিনও৷ প্রয়োজন পড়লে নবান্ন অভিযানকারীদের আটকানো না গেলে এই ইঞ্জিন থেকেই জল কামান দাগা হবে বলেও খবর৷ এছাড়াও ২৫ টি জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে শহরে। হাওড়া স্টেশন থেকে এসএন ব্যানার্জি রোড সর্বত্র পুলিশ পিকেট বসানো হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ব়্যাফ,মহিলা পুলিশ বাহিনী।