বনধেন সমর্থনে গ্রেপ্তার পড়ুয়াদের কোমরে দড়ি পরাল পুলিশ, তুঙ্গে

যাদবপুরে ধর্মঘটের সমর্থনে ডাকা মিছিল থেকে সাধারণ মানুষ সহ, ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করে কোমরে দড়ি পড়িয়ে আলিপুর আদালতে নিয়ে গেল গরফা থানার পুলিশ। কোনও রাজনৈতিক বন্দিদের কোমরে দড়ি পড়ানো অপমানের সামিল বলে বিক্ষোভ তোলে বন্দিরাই। তখনও পুলিশের টনক নড়েনি। মমতা ব্যনার্জির সরকারের দলদাসে পরিনত হওয়া পুলিশ এরকমই মুর্খতার পরিচয় দিল আদালত চত্বরে। ছাত্র-ছাত্রী ও প্রবীণ নাগরিক

বনধেন সমর্থনে গ্রেপ্তার পড়ুয়াদের কোমরে দড়ি পরাল পুলিশ, তুঙ্গে

যাদবপুরে ধর্মঘটের সমর্থনে ডাকা মিছিল থেকে সাধারণ মানুষ সহ, ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করে কোমরে দড়ি পড়িয়ে আলিপুর আদালতে নিয়ে গেল গরফা থানার পুলিশ। কোনও রাজনৈতিক বন্দিদের কোমরে দড়ি পড়ানো অপমানের সামিল বলে বিক্ষোভ তোলে বন্দিরাই। তখনও পুলিশের টনক নড়েনি। মমতা ব্যনার্জির সরকারের দলদাসে পরিনত হওয়া পুলিশ এরকমই মুর্খতার পরিচয় দিল আদালত চত্বরে। ছাত্র-ছাত্রী ও প্রবীণ নাগরিক সহ প্রায় ১৫ জনকে এভাবে কোমরে দড়ি পরাল পুলিশ। এনিয়ে আদালত চত্বরে প্রতিবাদ করেন আইনজীবীরাও। আইনজীবীদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত রাজনৈতিক বন্দিদের কোমরের দড়ি খুলতে বাধ্য হয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =