দিলীপের মিছিল ঘিরে পুলিশ ও বিজেপি কর্মীদের সংঘর্ষ! আটক ১৮

দিলীপের মিছিল ঘিরে পুলিশ ও বিজেপি কর্মীদের সংঘর্ষ! আটক ১৮

বাঁকুড়া: খেজুর পর বাঁকুড়া৷ কোথাও বা শাসকদল কোথাও বা পুলিশের বিরুদ্ধে বিজেপির মিছিল আটকে দেওয়ার অভিযোগ৷ পেট্রল, ডিজেলের দাম কমানো, রাজ্য জুড়ে চলা অগণতান্ত্রিক পরিবেশ অবিলম্বে বন্ধ সহ একাধিক দাবিতে এদিন বাঁকুড়া শহরে পদযাত্রার ডাক দিয়েছিল গেরুয়া শিবির৷ মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায়েরা৷

অভিযোগ, বুধবার বিকেলে বাঁকুড়ার সোনামুখী সিনেমাতলাতে তাঁদের মিছিলের পথ আটকায় পুলিশ। এই  ঘটনার জেরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। ব্যরিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই ঘটনার জেরে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়, বিধায়ক দিবাকর ঘরামী,  হরকালী প্রতিহার, জেলা সভাপতি সুজিত অগস্থী সহ ১৮ জনকে আটক করে পুলিশ।

এদিন দিলীপ ঘোষ সোনামুখীতে পৌঁছানোর  আগেই প্রায় পুরো শহর পুলিশ ঘিরে ফেলে। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) গণেশ বিশ্বাস ও বিষ্ণুপুরের এস.ডি.পি.ও কুতুবউদ্দিন শেখ সহ অন্যান্য শীর্ষ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন৷ পরে এবিষয়ে দিলীপ ঘোষ  বলেন, ‘‘ত্রিপুরায় গিয়ে যারা গণতন্ত্র খুঁজছেন তারা আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করছেন। পেট্রল-ডিজেলের দাম কমানোর দাবিতে শান্তিপূর্ণ মিছিল করতে এসেছিলাম। এত ভয় আমাদের!’’ এই ঘটনায় পুলিশ তাঁদের ‘কয়েকশো কর্মীকে আটক করেছে’ বলেও তিনি দাবি করেন।  অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ফিরে যাওয়ার পথে এদিন সন্ধেয় পাত্রসায়রের কাঁকর ডাঙ্গা মোড়ে তাঁকে কালো পতাকা দেখান উপস্থিত একদল স্থানীয় যুবক। যদিও দিলীপ ঘোষ নিরাপদেই ওই রাস্তা দিয়ে বেরিয়ে যান। কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *