গড়ফা থানায় ‘সিপাহী বিদ্রোহ’! পুলিশের বিরুদ্ধে থানা ভাঙচুর, তাণ্ডবের অভিযোগ!

গড়ফা থানায় ‘সিপাহী বিদ্রোহ’! পুলিশের বিরুদ্ধে থানা ভাঙচুর, তাণ্ডবের অভিযোগ!

কলকাতা: পিটিএসের পর এবার গড়ফা থানা৷ রবিবার ইদের দিনে আচমকা উত্তপ্ত হয়ে উঠল গড়ফা থানা৷ বেপরোয়াভাবে ভাবে ভাঙচুর করা হয়েছে থানার চেয়ার, টেবিল৷ ডিউটি অফিসারের টেবিল-চেয়ার তছনছ করে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশকর্মীদের একাংশের বিরুদ্ধে৷

স্থানীয় গড়ফা থানা এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহে৷ কোনও এক পুলিশকর্মীর অসুস্থ হওয়াকে কেন্দ্র করে পুলিশ কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা তীব্র আকার নেয়৷ স্থানীয়দের দাবি, ওই পুলিশ কর্মীদের সহকর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ তুলতে থাকেন একাংশ৷ গড়ফা থানার ওই কর্মী করোনা আক্রান্ত কি না সেই বিষয়ে সরকারিভাবে পুলিশের তরফে নির্দিষ্ট কোনও তথ্য এখনও পর্যন্ত দেওয়া হয়নি৷

অভিযোগ, করোনা আক্রান্ত অনুমানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে থানা৷ চলে বেপরোয়া ভাঙচুর৷ পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান ডিসি এসএসডি প্রদীপ কুমার যাদব৷ ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী৷ যদি ওই পুলিশকর্তা এই নিয়ে কোনও মন্তব্য করেনি৷ সরকারিভাবে কোনও তথ্য দেয়া হয়নি৷ কারা ভাঙচুর চালিয়েছে, সে বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি থানার তরফে৷

স্থানীয়দের দাবি, পুলিশের মধ্যে কয়েকজন থানা ভাঙচুর চালায়৷ নিজেদের মধ্যে নিজেরা ভাঙচুর চালিয়েছে বলেও একাধিক স্থানীয় বাসিন্দা সংবাদমাধ্যমের দাবি করেছেন৷ স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ভাঙচুর চালানোর সময় কারো পরনে ছিল না কোনও উর্দি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *