হরিপাল: বাড়ছে করোনার দাপট৷ তবু হুঁশ কই! বরং লক্ষ্মীবারের রাতে রীতিমতো ডিজে বাজিয়ে এলাকায় এগোচ্ছিল লক্ষ্মী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা৷ অভিযোগ, বারংবার বলা সত্ত্বেও পুলিশ প্রশাসনের কথাকে কর্ণপাতও করেনি তাঁরা৷ উল্টে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তাঁরা৷ ঘঠনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়৷
ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে রীতিমতো রণক্ষেত্রর চেহারা নিয়ে নেয় হুগলির হরিপালের মশাইমোড়৷ পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠি চার্জ করে৷ ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে বিরুদ্ধে করোনাবিধি লঙ্ঘন, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা দেন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার জেরে শুক্রবারও এলাকায় কার্যত থমথমে পরিবেশ৷ আতঙ্কে শুক্রবারও বন্ধ দোকানপাট৷ পরিস্থিতি নতুন করে যাতে অপ্রীতিকর না হয়ে ওঠে তাই এলাকায় টহল দিচ্ছে পুলিশ বাহিনী৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীবারের সন্ধ্যায় হুগলির হরিপালের মশাইমোড়ে লক্ষ্মীপ্রতিমা বিসর্জন চলছিল। বেরিয়েছিল শোভাযাত্রা৷ ক্লাব সদস্যরা কোভিডবিধি লঙ্ঘন করে তাড়স্বরে ডিজে বাজিয়ে এলাকায় শোভাযাত্রা করছিলেন বলে অভিযোগ৷ এমনকি পুলিশ বাধা দিতে গেলে পুলিশকে কোনও গুরুত্বই দেওয়া হয়নি বলে অভিযোগ৷ এমনকি পুলিশ ডিজে বন্ধ বের করে। তাতে বাধা দেয় পুলিশ। তবে সে কথায় আমল দিতে নারাজ ক্লাব সদস্যরা। প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দু’পক্ষের। পরে পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে তারা। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হন৷ এরপরই বিশাল পুলিশ বাহিনী এসে পাল্টা লাঠি চার্জ শুরু করে৷