কলকাতার আকাশে বিষ, দীপাবলির আগেই বাড়ছে দূষণ

কলকাতা: কালীপুজোর আগেই দূষিত হচ্ছে শহরের বায়ু৷ সেপ্টেম্বর মাস থেকে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে কলকাতার বায়ু দূষণের সূচক৷ অক্টোবরের মাঝামাঝি এসে তা এক লপ্তে অসন্তোষজনক রূপ নিয়েছে৷ আতশবাজির উৎসবের আগেই পরিস্থিতি খারাপ হওয়ায় তা নিয়ে বেশ চিন্তিত পরিবেশবিদরা৷ তাঁরা জানিয়েছেন, গত কয়েক বছরে অক্টোবর মাসে বায়ুসূচক এত নিচে নামেনি৷ আগামী সপ্তাহে তাই বায়ুসূচকের মান নিয়ে

429341d748c5d104f50c4bb21d59fef0

কলকাতার আকাশে বিষ, দীপাবলির আগেই বাড়ছে দূষণ

কলকাতা: কালীপুজোর আগেই দূষিত হচ্ছে শহরের বায়ু৷ সেপ্টেম্বর মাস থেকে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে কলকাতার বায়ু দূষণের সূচক৷ অক্টোবরের মাঝামাঝি এসে তা এক লপ্তে অসন্তোষজনক রূপ নিয়েছে৷ আতশবাজির উৎসবের আগেই পরিস্থিতি খারাপ হওয়ায় তা নিয়ে বেশ চিন্তিত পরিবেশবিদরা৷ তাঁরা জানিয়েছেন, গত কয়েক বছরে অক্টোবর মাসে বায়ুসূচক এত নিচে নামেনি৷ আগামী সপ্তাহে তাই বায়ুসূচকের মান নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা৷ তবে, দীপাবলির আগে বৃষ্টি হওয়ায় কিছুটা হলেও দূষণ কমতে পারে বলে ক্ষীণ আশা দেখেন পরিবেশকর্মীরা৷

শীত পড়লেই কলকাতায় ভাসমান ধূলিকণা মাটির কাছাকাছি আসতে শুরু করে৷ ফলে নিঃশ্বাসের সঙ্গে সেই ধূলিকণা মানুষের শ্বাসনালীতে প্রবেশ করে শ্বাসকষ্টের সম্ভাবনা তৈরি করে৷ রাজ্যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, গত ১৭ থেকে ২১ অক্টোবর রবীন্দ্রভারতী, ভিক্টোরিয়া এলাকায় বায়ুর সূচকের মান অত্যাধিক খারাপ ছিল৷ যদিও অক্টোবরের শুরুতে বায়ুসূচক মান তুলনামূলকভাবে উন্নত ছিল৷ ২০১৮ সালে কালী পুজো এবং দীপাবলির সূচকের মারাত্মক খারাপ রেকর্ড তৈরি করেছিল৷

এই দু’দিনে বাতাসে ধূলিকণা প্রতি ঘনমিটার ১৭২৭.২ মাইক্রো গ্রাম৷ যা স্বাভাবিকের থেকে ১৭গুণ বেশি৷ এ বছর বাজি ফাটানোর পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুসূচক নাম আরও নিচে নামার আশঙ্কা করছেন পরিবেশবিদদের একাংশ৷ বিশেষজ্ঞদের মতে শীত পড়তেই ধূলিকণার মাটির কাছাকাছি চলে আসে৷ বাজি ফাটলে দূষণের মাত্রা বৃদ্ধি পায়৷ আর তাতে রোগের সৃষ্টি করে৷ সচেতন না বাড়ালে এই রোগের প্রতিরোধ করা যাবে না বলে মনে করছেন তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *