গুলির শব্দে নয়, নীরবেই নিমতলা শ্মশানে মহাবিদায় কবি শঙ্খ ঘোষের

গুলির শব্দে নয়, নীরবেই নিমতলা শ্মশানে মহাবিদায় কবি শঙ্খ ঘোষের

কলকাতা:  বাংলা সাহিত্য জগতে নক্ষত্রপতন৷ আজ সকালে নিজ বাসভবনে জীবনাবসান হয় কবি শঙ্খ ঘোষের৷ বয়স হয়েছিল ৯০ বছর৷ মৃত্যুর কয়েকদিন আগে করোনা আক্রান্ত হন তিনি৷ ভুগছিলেন সর্দি-কাশিতে৷ তাই কভিড প্রোটোকল মেনেই চলছে শেষকৃত্যের কাজ৷ নিমতলা মহাশ্মশানে হবে কবির শেষকৃত্য৷ 

আরও পড়ুন- অক্সিজেনের দাম নিয়ন্ত্রণে নজর, প্রায় ১ কোটি মানুষ টিকা পেয়েছেন, জানালেন মমতা

তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ফোন করে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, কবির গান স্যালুট অপছন্দ ছিল৷ তাই গান স্যালুট ছাড়াই রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷ কবির পরিবারও জানান, নিরবেই কবির শেষকৃত্য করতে চান তাঁরা৷ 

কবি শঙ্খ ঘোষ ১২ এপ্রিল থেকেই সর্দি-কাশিতে ভুগছিলেন৷ পরে তাঁর কোভিড রিপোর্টও পজেটিভ আসে৷ তবে তিনি হাসপাতালে যেতে অনিচ্ছুক ছিলেন৷ তাই হোম আইসোলেশনেই চলছিল চিকিৎসা৷ কিন্তু আজ তাঁর শেষ বিদায় এ ভাবে হবে তা হয়তো অনেকেই ভাবেননি৷ আজ হয়তো তাঁর শেষ যাত্রায় মানুষের ঢল নামত৷ কোভিড় জেরে তা সম্ভব হয়নি৷ তবে তাঁর অনেক প্রিয়জনই আজ শ্মাশানে এসেছেন৷ তাঁরা শেষ শ্রদ্ধা জানান৷ 

এদিন সকালে কবির বাড়িতে গিয়েছিলেন সাধন পাণ্ডে, ফিরহাদ হাকিম৷ সেই সময় পরিবারের তরফে জানানো হয়, কবি গান স্যালুট পছন্দ করতে না৷ চাইতেন না তাঁর শেষযাত্রায় গান স্যালুট দেওয়া হোক৷ তিনি যাওয়ার আগে বারেবারে এই ইচ্ছা প্রকাশ করেছিলেন৷ 

তাঁর মৃত্যুর পর শোকস্তব্ধ সাহিত্য জগত৷ বাকরুদ্ধ কবি জয় সরকার৷ তিনি বলেন, আজ নিঃস্ব হলাম৷ শোক প্রকাশ করেছেন আরও অনেকে৷  তিনি বলেন, তাঁর মৃত্যুতে তরুণ প্রজন্মের কবিদের মাথার উপর থেকে বটবৃক্ষের ছায়া যেন সরে গেল৷ তিনি ছিলেন জাতির বিবেক৷ মহৎ কবির মতোই তাঁর অবস্থান৷ আমরা নিঃস্ব হয়ে গেলাম৷  

আরও পড়ুন- শঙ্খ ঘোষের প্রতিবাদী কলমের বিরুদ্ধে বেলাগাম অনুব্রত এবার কি ক্ষমা চাইবেন?

কবি শঙ্খ ঘোষ ১৯৫১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন৷ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পান স্নাতকোত্তর ডিগ্রি। এর পর পেশা হিসেবে অধ্যাপনার কাজকেই বেছে নেন তিনি৷ বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একাধিক জায়গায় অধ্যাপনা করেছেন। পড়িয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়, শিমলার ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ আডভান্স স্টাডিজ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও৷ ১৯৬০ সালে আমেরিকার আইওয়া রাইটার্স ওয়ার্কশপে অংশগ্রহণ করেছিলেন কবি৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =