লাশের রাজনীতি ‘দিদি’র পুরনো অভ্যাস! অডিও টেপ খোঁচা নমোর

লাশের রাজনীতি ‘দিদি’র পুরনো অভ্যাস! অডিও টেপ খোঁচা নমোর

আসানসোল: গতকাল সাংবাদিক বৈঠক করে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় এবং কোচবিহারে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থপ্রতিম রায়ের একটি কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল করেছে। দাবি করা হচ্ছে শীতলকুচির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী লাশের রাজনীতি করার চেষ্টা করছেন। এই প্রেক্ষিতে আজ নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানিয়ে বিজেপি আবার দাবি করেছে যে এই অডিও ক্লিপটা তৃণমূল কংগ্রেস ভাইরাল করেছে ইচ্ছাকৃতভাবে! সবমিলিয়ে অডিও ক্লিপ নিয়ে চর্চা তুঙ্গে। এদিন আসানসোলে জনসভা করতে এসে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীও এই প্রসঙ্গে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মন্তব্য করলেন, মৃত্যু নিয়ে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো অভ্যেসের মধ্যেই পড়ে! 

এদিন মোদী বলেন, বিগত বছরগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য কিছুই ভাবেননি, যদি ভাবতেন তাহলে তোলাবাজি আর দুর্নীতি করতেন না। মোদির কথায়,  তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র তোলাবাজি আর কাটমানির রাজনীতি করে গেছে, সাধারণ মানুষের জন্য কিছু করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে শীতলকুচির অডিও ক্লিপ প্রসঙ্গে বক্তব্য বলতে গিয়ে তিনি বলেন, লাশ নিয়ে রাজনীতি করার অভ্যেস মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো, এখনো তিনি তাই করছেন এবং পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। তিনি আরো বলেন, এতদিন ধরে আসানসোলে কয়লা মাফিয়া রাজ চলেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। সেই উপার্জিত টাকা কাদের কাছে গেছে তা সাধারন মানুষ খুব ভালো করে জানেন। তাই সেই মাফিয়া রাজ খতম করতে বিজেপিকে ভোট দিতে হবে বলে অনুরোধ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে তার বার্তা, “চার দফার ভোট দান, দিদি-ভাইপো খান খান”। বাকি চার দফা প্রসঙ্গে তিনি বলেন, “বাকি চার দফার ভোট দান, দিদি-ভাইপোর টিকিট কাটান!” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − nineteen =