নারীশক্তির প্রকৃষ্ট উদাহরণ বাংলা, বলছেন মোদী, করোনা সতর্কতা মানার পরামর্শ

নারীশক্তির প্রকৃষ্ট উদাহরণ বাংলা, বলছেন মোদী, করোনা সতর্কতা মানার পরামর্শ

নয়াদিল্লি: করোনা ভাইরাস পরিস্থিতির জন্য রাজ্য সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ভার্চুয়ালি ভাষণ দিয়ে বাংলার মানুষের কাছে আসার প্রয়াস জারি রয়েছে তাঁর। এদিন অনলাইন ভাষণ দিয়ে একদিকে যেমন ফের একবার ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিলেন তিনি, অন্যদিকে পশ্চিমবঙ্গের নারী শক্তির ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী। দাবি করলেন, নারী শক্তির প্রকৃষ্ট উদাহরণ বাংলা। এর পাশাপাশি সকলকে করোনা ভাইরাস বিধি মানতে বললেন তিনি। 

এদিন মোদী বলেন, পশ্চিমবঙ্গ নারী শক্তির প্রকৃষ্ট উদাহরণ। মেয়েদের শিক্ষার বিস্তারে আরও কাজ করবে বিজেপি। মেয়েদের জন্মের পর থেকে সবরকম সুবিধা দেওয়া হবে। নারীশক্তির আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতা করতে একাধিক প্রতিশ্রুতি রয়েছে সংকল্পপত্রে বলে জানান তিনি। এছাড়াও মহিলাদের বিরুদ্ধে অপরাধে দ্রুত সাজা নিশ্চিত করতে এক ডজন ফাস্ট ট্র্যাক আদালত হবে বলেও এদিন আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে করোনা ভাইরাস বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। অনুরোধ করেছেন, সকলের জেন নিয়ম মানে এবং শুধুমাত্র ভোট দেওয়ার জন্য যেন বের হয় বাড়ি থেকে। মোদীর কথায়, করোনা থেকে বাঁচার জন্য, সতর্ক থাকুন। নিজেদের সাবধানে থাকতে হবে। বৈজ্ঞানীক ও চিকিৎসকদের পরামর্শ শুনেই আমাদের চলতে হবে। করোনা সংক্রান্ত বিধি মানা হচ্ছে কিনা সেটা দেখেই ভোট দিতে যান। মোদী আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, বাংলা জিতবে। বিজেপি জিতবে। সোনার বাংলা তৈরি হবে।

তাঁর আরও সংযোজন, তিনি বাংলার প্রতিটি কোনায় কোনায় ঘুরেছেন এবং বুঝেছেন যে, এখানে সোনার বাংলা নির্মাণের জন্য একটা সংকল্প রয়েছে। তিনি আরও বলেন, এটি শুধু ক্ষমতা দখলের নির্বাচন নয়, এটি স্বচ্ছ প্রশাসন এবং উন্নত শিক্ষা, উন্নত জীবন চাওয়ার নির্বাচন। সেই কারণেই ভেদাভেদ মুক্ত এবং সদ্ভাবের সঙ্গে যুক্ত সরকারের লক্ষ্যে ভোট দিচ্ছে বাংলার জনগণ, বলে দাবি করেন প্রধানমন্ত্রী। মোদী আরও মন্তব্য করেন, বিজেপির ডবল ইঞ্জিন সরকার বাংলার উন্নতি করার কাজ থেকে বিরত হবে না। বাংলার যুবকদের চাকরি দেবে বিজেপি। বাংলার মা-বোনেদের সুরক্ষা দেবে। একই সঙ্গে দুর্নীতিমুক্ত এবং গুন্ডামিমুক্ত বাংলা দেবে বিজেপি বলে দাবি করেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *