‘বাংলা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে’, বাংলায় ভাষণ শুরু করে মত মোদীর

‘বাংলা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে’, বাংলায় ভাষণ শুরু করে মত মোদীর

ডানলপ: অল্প কয়েক দিনের ব্যবধানে ফের বঙ্গ সফরে এসে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন হুগলির ডানলপে জনসভা করে নিজের ভাষণ যেমন শুরু করলেন বাংলায়, তেমনি আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন যে পশ্চিমবঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে ফেলেছে। 

এদিন ভাষণ শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় আগত বিজেপি কর্মী এবং সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, তারা যে উৎসাহ এবং উন্মাদনা দেখাচ্ছেন সেটা কলকাতা থেকে দিল্লি, একটা বিরাট বড় বার্তা দিচ্ছে। সকলের উৎসাহ দেখে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে ফেলেছে। তিনি আরো বলেন, আজ রেল এবং মেট্রোর অনেক উপহার দিতে এসেছেন তিনি। বলেন, বাংলায় হাজার হাজার টাকা বিনিয়োগ করা হয়েছে। রেললাইন বাড়ানো হচ্ছে। একইসঙ্গে বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলকে তিনি অভ্যর্থনা জানাচ্ছেন এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, যে সমস্ত দেশ গরিবি মেটানোর জন্য কাজ করেছে তারা প্রত্যেকে নিজেদের নিজেদের দেশে সঠিক সময় পরিকাঠামো নিয়ে কাজ করেছে এবং পরিকাঠামোর উন্নত করণ করেছে। কিন্তু ভারতের এত বছরে এই কাজ হয়নি কিন্তু এখন এই কাজে কোন দেরি হবে না। 

রেল প্রকল্পের জন্য বাংলার কৃষকদের কতটা উন্নতি হয়েছে সেই ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেন, কৃষকদের জন্য স্পেশাল ট্রেন চালানো হয়েছে মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত। তার জন্য ফল, সবজি থেকে শুরু করে মাছ এবং দুধ সরবরাহ অনেক বেশি সহজ হয়ে গিয়েছে কৃষকদের। ‌একইভাবে পশ্চিমবঙ্গের কৃষকরা মহারাষ্ট্রের মুম্বই এবং পুনে থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় নিজেদের ফসল সরাসরি নিয়ে যেতে পারছেন। পশ্চিমবঙ্গের উন্নয়ন করা বিজেপির একমাত্র লক্ষ্য বলে দিন স্পষ্ট করেন তিনি। এদিকে আজ নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর উদ্বোধনও করার কথা প্রধানমন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =