করোনায় ছারখার দেশ, জনসভার ‘ভিড়’ দেখে আপ্লুত হচ্ছেন প্রধানমন্ত্রী

করোনায় ছারখার দেশ, জনসভার ‘ভিড়’ দেখে আপ্লুত হচ্ছেন প্রধানমন্ত্রী

80ba4b76990479358f9cbcd627d2bd5c

কলকাতা: দিনপ্রতি মারাত্মক সংক্রমণ এবং মৃত্যুর হার গোটা দেশের করোনা চিত্র সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। বিগত কয়েক সপ্তাহে যেভাবে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে তা গত বছরেও ছিল না। করোনাভাইরাস দ্বিতীয় ঢেউয়ের রীতিমতো সঙ্গীন অবস্থা দেশের কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের জনসভার ভিড় দেখে আপ্লুত হচ্ছেন। এই বিষয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন তিনি। প্রশ্ন তোলা হচ্ছে, করোনাভাইরাস পরিস্থিতির যে দেশের যখন এই অবস্থা তখন প্রধানমন্ত্রী কী ভাবে জনসভার ভিড়কে সার্টিফিকেট দিচ্ছেন।

বাংলায় ভোট প্রচারের জন্য বিগত কয়েক সপ্তাহে একাধিকবার রাজ্যে এসেছেন তিনি। সম্প্রতি আসানসোলের জনসভা থেকে সভায় আসা প্রত্যেকের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছিলেন যে এর আগে এত ভিড় তিনি দেখেননি। দাবি করেছেন, লোকসভা ভোটে যখন প্রচারে এসেছিলেন তখন এর এক চতুর্থাংশ লোক সভায় ছিল না। কিন্তু এখন এত বড় জনসভা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যেই চটেছেন নেটিজেনরা। তাদের বক্তব্য, দেশের এবং পশ্চিমবঙ্গের করোনাভাইরাস পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে প্রধানমন্ত্রী সেইরূপ কোন পদক্ষেপ না নিয়ে জনসভা করছেন এবং ভিড়ের প্রশংসা করছেন। একদিকে তিনি ভিডিও বার্তায় সকলকে করোনাভাইরাস নিয়ম বিধি মানার কথা বলছেন, ঠিক অন্যদিকে জনসভার ভিড়কে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন‌। মূলত বিজেপির জনসভায়‌ নয়, অন্যান্য রাজনৈতিক দলের জনসভাতেও ভিড় চোখে পড়ছে। তবে কেন্দ্রীয় সরকার যদি চায় তাহলে পুরো পরিস্থিতির প্রেক্ষিতে কড়া পদক্ষেপ নিতে পারে এবং স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারলেও তিনি কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না সেই প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

উল্লেখ্য,  শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ৫০০ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ১,৫০১ জনের। সাম্প্রতিক সময়ে এটি একটি নতুন রেকর্ড। গত দেড় বছরে একদিনে এত সংক্রমণ হয়নি দেশে। পশ্চিমবঙ্গেও দৈনিক সংক্রমণ বেড়ে ৭ হাজার ৭১৩ হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে বাংলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *