অত্যাবশ্যকীয় পণ্যের স্বীকৃতি বাতিল, রাতারাতি ৫ টাকা বাড়াল আলু-তেলের দাম

অত্যাবশ্যকীয় পণ্যের স্বীকৃতি বাতিল, রাতারাতি ৫ টাকা বাড়াল আলু-তেলের দাম

কলকাতা: অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ পেড়েছে আলু-পেঁয়াজ, তৈলবীজের মতো গুরুত্বপূর্ণ কৃষিপণ্য৷ এই পণ্যগুলি বাজার বুঝে দাম হাঁকানোর বিষয়ে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার এই ঘোষণা হওয়ার পর এবার এক লাফে বাংলার বাজারে বেড়ে গেল আলু থেকে শুরু করে সমস্ত ধরনের তেলের দাম রাতারাতি ৫ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে৷

করোনার আবহে দীর্ঘদিন লকডাউন চলছে৷ দীর্ঘ লকডাউনের কারণে কমবেশি অর্থনৈতিক সংকটের মুখে পড়েছেন সাধারণ জনতা৷ এবার তার মাঝেই বিপদ বাড়ি তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় আমপান৷ ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার এক লাফে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম৷ চড়ছে তেল ও আলুর দাম বেড়েছে৷ ঘূর্ণিঝড় প্রভাবে সবজির দাম ক্রমেই বেড়ে চলেছে৷ অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে আলু-তেলের মতো গুরুত্বপূর্ণ কৃষিপণ্য বাদ দেওয়ায় রাতারাতি বেড়েছে দাম৷ আলু এখন বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা দরে৷ যেকোনও ধরনের প্যাকেট জাতীয় তেলের দাম এক লাফে বেড়ে গিয়েছে ৫ টাকা৷ আর তাতেই মাথায় হাত পড়েছে সাধারণ মধ্যবিত্ত জনতার৷

আজ সকালে গড়িয়াহাট বাজারে সবজি মাছ মাংসের বাজার দর বলছে, সব ধরনের অত্যাবশ্যকীয় পণ্যের দাম বেড়েছে৷ গড়িয়াহাট বাজারে পটলের দাম আজ দাঁড়িয়েছে ৬০ টাকা কিলো দর৷ ভেন্ডির দাঁড়িয়েছে কেজি প্রতি ৫০ কেজি প্রতি টাকা, ঝিঙে ৫০ কেজি প্রতি টাকা, বেগুন ৯০ কেজি প্রতি টাকা, শসা কেজি প্রতি ৭০ টাকা, পেঁপে কেজি প্রতি ৫০ টাকা৷ করলা কেজি প্রতি ৭০ টাকা, লংকা কেজি প্রতি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে৷ কাটা মুরগির দাম বেড়ে দাঁড়িয়েছে ২৮০ টাকা৷ গত মাস তিন আগে যা ছিল ১০০টারা৷ গোটা মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা৷ মাছের ক্ষেত্রেও দামটা বেশ চড়া৷ রুই-কাতলার মতো সাধারণ মাছের দাম ৩০০ থেকে ৪৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে৷ এছাড়াও অন্যান্য মাছ যেমন পারশে, পাবদা, টেংরা মাছ ৫০০ টাকার বেশি কেজি দরে বিক্রি হচ্ছে৷

এই মুহূর্তে আলুর দাম কয়েক দিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ কিছুদিন আগেও যে আলুর দাম ২০ থেকে ২২২ টাকা সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছিল, তা এখন রাতারাতি বেড়ে দাঁড়িয়েছে ২৫ টাকা৷ চন্দ্রমুখি আলুর দাম দাঁড়িয়েছে ৩০ টাকা৷ আলুর দাম বেড়েছে বেশ খানিকটা৷ এর পাশাপাশি সব ধরনের তেলের দাম ৫ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে৷ দীর্ঘ লঙ্ঘনের কারণে ইতিমধ্যেই কাজ হারিয়েছেন বহু মানুষ৷ বেসরকারি ক্ষেত্রে ছাঁটাই পর্ব শুরু হয়ে গিয়েছে৷ কমে গিয়েছে বেতন৷ দীর্ঘ লোনের কারণে মুখ থুবড়ে পড়েছে দেশের অর্থনীতি৷ নতুন করে নিয়োগ কার্যত লাটে উঠেছে৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সবজির বাজারে অগ্নিমূল্য৷ তাতেই মাথায় হাত সাধারণ জনতার৷