কলকাতা: অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ পেড়েছে আলু-পেঁয়াজ, তৈলবীজের মতো গুরুত্বপূর্ণ কৃষিপণ্য৷ এই পণ্যগুলি বাজার বুঝে দাম হাঁকানোর বিষয়ে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার এই ঘোষণা হওয়ার পর এবার এক লাফে বাংলার বাজারে বেড়ে গেল আলু থেকে শুরু করে সমস্ত ধরনের তেলের দাম রাতারাতি ৫ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে৷
করোনার আবহে দীর্ঘদিন লকডাউন চলছে৷ দীর্ঘ লকডাউনের কারণে কমবেশি অর্থনৈতিক সংকটের মুখে পড়েছেন সাধারণ জনতা৷ এবার তার মাঝেই বিপদ বাড়ি তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় আমপান৷ ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার এক লাফে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম৷ চড়ছে তেল ও আলুর দাম বেড়েছে৷ ঘূর্ণিঝড় প্রভাবে সবজির দাম ক্রমেই বেড়ে চলেছে৷ অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে আলু-তেলের মতো গুরুত্বপূর্ণ কৃষিপণ্য বাদ দেওয়ায় রাতারাতি বেড়েছে দাম৷ আলু এখন বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা দরে৷ যেকোনও ধরনের প্যাকেট জাতীয় তেলের দাম এক লাফে বেড়ে গিয়েছে ৫ টাকা৷ আর তাতেই মাথায় হাত পড়েছে সাধারণ মধ্যবিত্ত জনতার৷
আজ সকালে গড়িয়াহাট বাজারে সবজি মাছ মাংসের বাজার দর বলছে, সব ধরনের অত্যাবশ্যকীয় পণ্যের দাম বেড়েছে৷ গড়িয়াহাট বাজারে পটলের দাম আজ দাঁড়িয়েছে ৬০ টাকা কিলো দর৷ ভেন্ডির দাঁড়িয়েছে কেজি প্রতি ৫০ কেজি প্রতি টাকা, ঝিঙে ৫০ কেজি প্রতি টাকা, বেগুন ৯০ কেজি প্রতি টাকা, শসা কেজি প্রতি ৭০ টাকা, পেঁপে কেজি প্রতি ৫০ টাকা৷ করলা কেজি প্রতি ৭০ টাকা, লংকা কেজি প্রতি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে৷ কাটা মুরগির দাম বেড়ে দাঁড়িয়েছে ২৮০ টাকা৷ গত মাস তিন আগে যা ছিল ১০০টারা৷ গোটা মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা৷ মাছের ক্ষেত্রেও দামটা বেশ চড়া৷ রুই-কাতলার মতো সাধারণ মাছের দাম ৩০০ থেকে ৪৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে৷ এছাড়াও অন্যান্য মাছ যেমন পারশে, পাবদা, টেংরা মাছ ৫০০ টাকার বেশি কেজি দরে বিক্রি হচ্ছে৷
এই মুহূর্তে আলুর দাম কয়েক দিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ কিছুদিন আগেও যে আলুর দাম ২০ থেকে ২২২ টাকা সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছিল, তা এখন রাতারাতি বেড়ে দাঁড়িয়েছে ২৫ টাকা৷ চন্দ্রমুখি আলুর দাম দাঁড়িয়েছে ৩০ টাকা৷ আলুর দাম বেড়েছে বেশ খানিকটা৷ এর পাশাপাশি সব ধরনের তেলের দাম ৫ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে৷ দীর্ঘ লঙ্ঘনের কারণে ইতিমধ্যেই কাজ হারিয়েছেন বহু মানুষ৷ বেসরকারি ক্ষেত্রে ছাঁটাই পর্ব শুরু হয়ে গিয়েছে৷ কমে গিয়েছে বেতন৷ দীর্ঘ লোনের কারণে মুখ থুবড়ে পড়েছে দেশের অর্থনীতি৷ নতুন করে নিয়োগ কার্যত লাটে উঠেছে৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সবজির বাজারে অগ্নিমূল্য৷ তাতেই মাথায় হাত সাধারণ জনতার৷
Union Cabinet today approved amendment to the Essential Commodities Act. With the amendment to Essential Commodities Act, commodities like cereals, pulses, oilseeds, edible oils, onion and potatoes will be removed from the list of essential commodities: Prime Minister's Office
— ANI (@ANI) June 3, 2020
Cabinet, chaired by PM Narendra Modi, approves historic amendment to Essential Commodities Act; regulatory environment liberalized for #farmers through this. Landmark decisions to benefit farmers and transform the agriculture sector: Union Minister Prakash Javadekar https://t.co/eq3KfIwLN6
— ANI (@ANI) June 3, 2020