মোদির বৈঠকে ‘বাদ’ বাংলা! তালিকায় বাছাই করা মুখ্যমন্ত্রীদের গুরুত্ব!

মোদির বৈঠকে ‘বাদ’ বাংলা! তালিকায় বাছাই করা মুখ্যমন্ত্রীদের গুরুত্ব!

20b21f2c05d008b960d39713db9150cc

 

নয়াদিল্লি: করোনা মহামারীর আবহে বেনজির সংঘাতে জড়িয়েছে কেন্দ্র-রাজ্য৷ রাজ্যের দেনা-পাওনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রের বিরুদ্ধে পাওনা-গন্ডা মেটানোর দাবি তোলার পাশাপাশি রাজনীতি করার অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার খোদ প্রধানমন্ত্রী ডাকা আনলক ওয়ান পর্বের প্রথম বৈঠকে বাদ গেল বাংলার নাম৷ আর তাতেই নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে এখনও বক্তার তালিকায় নেই বাংলার নাম৷ প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকে বক্তারা তালিকা থেকে বাদ পড়েছে বাংলার নাম৷ আগামী ১৬ এবং ১৭ জুন দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর৷ কিন্তু সেই বৈঠকে একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নাম বক্তার তালিকা উঠে এলেও বাদ পড়েছেন বাংলার মুখ্যমন্ত্রীর নাম৷

জানা গিয়েছে, আগামীকাল প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে বৈঠকে বক্তারা তালিকায় নাম রয়েছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, পাঞ্জাব, বিহার, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নাম৷ তালিকায় একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম থাকলেও নেই বাংলা৷ এখনও পর্যন্ত তালিকায় নাম বাদ পড়েছে বাংলা৷ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বক্তারা তালিকায় বাংলার মুখ্যমন্ত্রীর নাম না থাকায় নতুন করে শুরু হয়েছে বিতর্ক৷ কিন্তু প্রশ্ন উঠছে, বিহার, উত্তর প্রদেশ, ত্রিপুরা মতো রাজ্যের নাম থাকলেও কেন বক্তার তালিকায় অন্তর্ভুক্ত হল না বাংলার নাম? এই নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল৷ বক্তার নাম না থাকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ওই বৈঠকে অংশ নেবেন? এই নিয়ে শুরু হয়েছে তৃণমূলের অন্দরের চর্চা৷

যদিও এর আগে বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলেছিলেন৷ কখনো কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হয়েছেন, কখনো আবার কেন্দ্র সরকারের রাজনীতি নিয়ে সরব হয়েছেন৷ পাল্টা অভিযোগও তুলেছে গেরুয়া শিবির৷ কিন্তু, করোনা মহামারীর মতো এই পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে কেন বাংলার মুখ্যমন্ত্রীর নাম বক্তার তালিকা উঠে এল না, তা নিয়ে নতুন করে শুরু হয়েছে জটিলতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *