কলকাতা: আজ ২৩ জানুয়ারি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজকের দিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এদিকে রাজ্য সরকার এই দিনটিকে দেশনায়ক দিবস হিসেবে ঘোষণা করেছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে। তার আগে বাংলায় টুইট করে তিনি জানালেন, পশ্চিমবঙ্গে আসতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন।
নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আজ শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বাংলায় টুইট করে লিখেছেন, “পশ্চিম বঙ্গের প্রিয় ভাই ও বোনেরা, পরাক্রম দিবসের, এই শুভ দিনটিতে আপনাদের মধ্যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কলকাতায় এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আমরা বীর-কেশরী সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাব।” জানা গিয়েছে, আজ ন্যাশনাল লাইব্রেরি ও ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী, সেই একই অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপি এবং তৃণমূলের অনেক নেতৃত্বকে একসঙ্গে দেখা যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে। শহর থেকে ফিরে যাওয়ার আগে একপ্রস্থ শুভেন্দু অধিকারীর সঙ্গেও আলোচনা করবেন নরেন্দ্র মোদী বলেও জানা গিয়েছে। সবমিলিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার ঘটনা ইতিমধ্যেই উত্তেজিত করে দিয়েছে রাজ্যবাসীকে।
পশ্চিম বঙ্গের প্রিয় ভাই ও বোনেরা,
পরাক্রম দিবসের, এই শুভ দিনটিতে আপনাদের মধ্যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
কলকাতায় এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আমরা বীর-কেশরী সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাব#ParakramDivas https://t.co/FDZtTiQe3O
— Narendra Modi (@narendramodi) January 22, 2021
সম্প্রতি, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল, নেতাজির জন্মদিনকে এখন থেকে ‘পরাক্রম দিবস’ হিসাবে পালন করা হবে গোটা দেশজুড়ে৷ দেশের পাশাপাশি বিদেশেও উজ্জাপিত হবে ‘পরাক্রম দিবস’৷ যদিও বাম আমল থেকেই ‘দেশপ্রেম দিবস’ হিসাবে পালন হয়ে আসছে বাংলায়৷ নেতাজির জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ হিবাসে পালনের বিষয়ে বাম সরকারের আমলে জারি হয়েছিল সরকারি বিজ্ঞপ্তি৷ তবে, তৃণমূল সরকারের ঘোষণা করা ‘দেশনায়ক দিবস’, বাম সরকারের আমলে ঘোষণা করা ‘দেশপ্রেম দিবস’ ও কেন্দ্রের ‘পরাক্রম দিবস’ ঘিরে নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক চর্চা৷